নিউইয়র্ক ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নারী সাফ চ্যাম্পিয়নশীপ শিরোপা জিতলো বাংলাদেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২
  • / ৯৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ প্রতিক্ষার পর শিরোপার আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশীপ জিতেছে বাঘীনিরা। আজ ফাইনালে নেপালকে হারিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখালেন সাবিনা-মারিয়ারা। দুর্দান্ত ফুটবল খেলে দাপট দেখিয়ে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।

অভিজ্ঞ ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাকে নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কা কাটিয়ে তাকে নামানো হয় প্রথম একাদশে। কিন্তু কাদায় পড়ে ১০ মিনিটের মাথায় আবার ব্যথা পেলে তাকে তুলে নেয়া হয়। মাঠে নামানো হয় শামসুন্নাহার জুনিয়রকে। মাঠে নেমে ৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দিলেন বাংলাদেশকে।

টুর্নামেন্টে এটিই নেপালের জালে প্রথম গোল। ৪২ মিনিটে নেপালের ভুল পাস থেকে সাবিনা বল পেয়ে যান। সেই বল বাঁ পায়ের শটে ২-০ করে দেন কৃষ্ণা রানী সরকার।

গত কয়েক দিনে বৃষ্টি হওয়ায় দশরথ স্টেডিয়ামের মাঠ কাদাময়। স্বাভাবিক ফুটবল খেলতে পারছিল না দুই দলই। তবে প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়ে নেপাল কিছুটা চাপ তৈরি করে বাংলাদেশের ওপর। এই সময় বাংলাদেশকে রক্ষণ কাজেই ব্যস্ত থাকতে হয়েছে বেশি, যা এই টুর্নামেন্টে আগে দেখা যায়নি।

কর্নার থেকে বাংলাদেশ গোলকিপার রুপনা চাকমা ঠিকভাবে বল ধরতে পারেননি। এই সময় গোললাইন সেভ হয়েছে। বড় বাঁচাই বেঁচে গেছে বাংলাদেশ। কিন্তু খেলার ধারার বিরুদ্ধে দ্বিতীয় গোলটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

অসুস্থতার কারণে নেপাল দলে নেই তাদের অন্যতম সেরা খেলোয়াড় সাবিত্রা ভান্ডারি। ফলে দলটির আক্রমণ কিছুটা গতি হারিয়েছে। তারপরও নিজেদের দর্শকদের সামনে সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন নেপালের মেয়েরা।

হককথা/এমউএ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নারী সাফ চ্যাম্পিয়নশীপ শিরোপা জিতলো বাংলাদেশ

প্রকাশের সময় : ০৯:২০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : দীর্ঘ প্রতিক্ষার পর শিরোপার আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশীপ জিতেছে বাঘীনিরা। আজ ফাইনালে নেপালকে হারিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখালেন সাবিনা-মারিয়ারা। দুর্দান্ত ফুটবল খেলে দাপট দেখিয়ে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।

অভিজ্ঞ ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাকে নিয়ে শঙ্কা ছিল। সে শঙ্কা কাটিয়ে তাকে নামানো হয় প্রথম একাদশে। কিন্তু কাদায় পড়ে ১০ মিনিটের মাথায় আবার ব্যথা পেলে তাকে তুলে নেয়া হয়। মাঠে নামানো হয় শামসুন্নাহার জুনিয়রকে। মাঠে নেমে ৪ মিনিটের মাথায় গোল করে এগিয়ে দিলেন বাংলাদেশকে।

টুর্নামেন্টে এটিই নেপালের জালে প্রথম গোল। ৪২ মিনিটে নেপালের ভুল পাস থেকে সাবিনা বল পেয়ে যান। সেই বল বাঁ পায়ের শটে ২-০ করে দেন কৃষ্ণা রানী সরকার।

গত কয়েক দিনে বৃষ্টি হওয়ায় দশরথ স্টেডিয়ামের মাঠ কাদাময়। স্বাভাবিক ফুটবল খেলতে পারছিল না দুই দলই। তবে প্রথম গোল খেয়ে পিছিয়ে পড়ে নেপাল কিছুটা চাপ তৈরি করে বাংলাদেশের ওপর। এই সময় বাংলাদেশকে রক্ষণ কাজেই ব্যস্ত থাকতে হয়েছে বেশি, যা এই টুর্নামেন্টে আগে দেখা যায়নি।

কর্নার থেকে বাংলাদেশ গোলকিপার রুপনা চাকমা ঠিকভাবে বল ধরতে পারেননি। এই সময় গোললাইন সেভ হয়েছে। বড় বাঁচাই বেঁচে গেছে বাংলাদেশ। কিন্তু খেলার ধারার বিরুদ্ধে দ্বিতীয় গোলটি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

অসুস্থতার কারণে নেপাল দলে নেই তাদের অন্যতম সেরা খেলোয়াড় সাবিত্রা ভান্ডারি। ফলে দলটির আক্রমণ কিছুটা গতি হারিয়েছে। তারপরও নিজেদের দর্শকদের সামনে সর্বোচ্চ চেষ্টাই করে গেছেন নেপালের মেয়েরা।

হককথা/এমউএ