নতুন ক্লাবের সঙ্গে চুক্তি হয়নি, সব গুজব : মেসির বাবা
- প্রকাশের সময় : ১২:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৩৯ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে দেওয়া লিওনেল মেসিকে ঘটা করে ফরাসি ক্লাবে এনেছিল পিএসজি। সেই মেসিকেই অনুমোদনহীন সৌদি সফরের কারণে দুই সপ্তাহের জন্য ক্লাব পক্ষ থেকে নিষিদ্ধ করেন তারা। এছাড়াও বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে ফরাসি ক্লাবটির নতুন চুক্তিও করবেনা এমন খবর যখন গণমাধ্যমে তখন নতুন খবর-সৌদি ক্লাব আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ডলারের রেকর্ড প্রস্তাব পেয়েছেন তিনি। আর সেই প্রস্তাব গ্রহণ করেছেন লা পুলগা, এমনটাই জানিয়েছে ফরাসি গণমাধ্যম এএফপি। তবে এসবের কিছুই হয়নি জানায় মেসির বাবার। আর এমনটাই টুইটারে জানিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
এর আগে এএফপির এক প্রতিবেদন আজ ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকম জানায়, মৌসুম শেষে মেসি সৌদি আরবে চলে যাচ্ছেন, চুক্তি পুরোপুরি সম্পন্ন হয়েছে। তবে ঘণ্টা না জেতেই স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। তিনি জোর দিয়ে বলেছেন, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত মেসির ভবিষ্যতের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।
এ নিয়ে ফ্যাব্রিজিও রোমানো টুইট করলেন আল-হিলালের সঙ্গে মেসির এই চুক্তির বিষয়ে। তিনি লেখেন, ‘মেসির পরিস্থিতির পরিবর্তন হয়নি। মৌসুম শেষেই সিদ্ধান্ত নেবেন তিনি কোথায় যাবেন। আল-হিলাল গত এপ্রিলেই প্রস্তাব দিয়ে রেখেছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও মেসিকে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা।’ এরপর থেকে আবারও শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
ফলে শেষ কয়েক দিন যেনো রহস্য রেখেই পার করছেন মেসি। দলের অনুমোদনহীন সৌদি সফরে গিয়ে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ হলেন, ক্ষমা চাইলেন, আবার নিষেধাজ্ঞা কাটার আগেই ফিরলেন পিএসজির অনুশীলনে। যদিও সেই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ক্লাবটি। তবে ধারণা করা হচ্ছে, মেসি ক্ষমা চাওয়াতেই নমনীয় হয়েছে তারা ! এদিকে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর টুইটের পর এখন দেখার পালা, পরবর্তী গন্তব্যে যাওয়ার আগে মেসিকে নিয়ে কী তথ্য আসে ! সূত্র : ঢাকা মেইল
সুমি/হককথা