নিউইয়র্ক ০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ধুমপানের শাস্তিতে ইতিহাস সুজনের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৫১ বার পঠিত

শাস্তি জুটল সুজনের। ছবি: সংগৃহীত

বিপিএলের ম্যাচ চলার সময় ড্রেসিং রুমে ধূমপান করার ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও শাস্তি পাননি, মনে হয়েছিল এ যাত্রায় হয়তোপার পেয়ে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু শেষমেষ শাস্তি পেতেই হলো তাকে। খুলনা টাইগার্সের কোচ, বিসিবির পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টরকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। দেয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্টও।

এই প্রথম কোনো বিসিবি পরিচালক এমন শাস্তি পেলেন।
গত শুক্রবার বিপিএলের লিগ পর্বের শেষ দিনে ফরচুন বরিশালের বিপক্ষে খুলনার ম্যাচে টান টান উত্তেজনার সময়, ড্রেসিং রুমে সিগাারেট ফুঁকতে দেখা যায় সুজনকে। ম্যাচের শেষ ওভারে খুলনা কোচের এই ধূমপানের দৃশ্য সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

সুজনের কাণ্ড ক্রিকেটের চেতনার সঙ্গে একদমই বেমানান। তাই বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। সুজন দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন মনে করেননি ম্যাচ রেফারি। আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা গুনেছেন রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেনও।

রোববার এলিমিনেটরে বরিশালের বিপক্ষে জিতে উদযাপন করতে গিয়ে ব্যাট দিয়ে নিজের হেলমেটে আঘাত করেন মেহেদি। ছুঁড়েও মারেন সেটি। বিসিবির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে মেহেদির সতীর্থ নিকোলাস পুরানকে। দেয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্টও। বিসিবির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জার্সির লোগোর নীতিমালা ভঙ্গ করে শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। সূত্রঃ দৈনিক বাংলা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ধুমপানের শাস্তিতে ইতিহাস সুজনের

প্রকাশের সময় : ০১:১২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

বিপিএলের ম্যাচ চলার সময় ড্রেসিং রুমে ধূমপান করার ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও শাস্তি পাননি, মনে হয়েছিল এ যাত্রায় হয়তোপার পেয়ে যাচ্ছেন খালেদ মাহমুদ সুজন। কিন্তু শেষমেষ শাস্তি পেতেই হলো তাকে। খুলনা টাইগার্সের কোচ, বিসিবির পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট দলের টিম ডিরেক্টরকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। দেয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্টও।

এই প্রথম কোনো বিসিবি পরিচালক এমন শাস্তি পেলেন।
গত শুক্রবার বিপিএলের লিগ পর্বের শেষ দিনে ফরচুন বরিশালের বিপক্ষে খুলনার ম্যাচে টান টান উত্তেজনার সময়, ড্রেসিং রুমে সিগাারেট ফুঁকতে দেখা যায় সুজনকে। ম্যাচের শেষ ওভারে খুলনা কোচের এই ধূমপানের দৃশ্য সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

সুজনের কাণ্ড ক্রিকেটের চেতনার সঙ্গে একদমই বেমানান। তাই বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আম্পায়ারদের অভিযোগের ভিত্তিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। সুজন দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন মনে করেননি ম্যাচ রেফারি। আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা গুনেছেন রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক হোসেনও।

রোববার এলিমিনেটরে বরিশালের বিপক্ষে জিতে উদযাপন করতে গিয়ে ব্যাট দিয়ে নিজের হেলমেটে আঘাত করেন মেহেদি। ছুঁড়েও মারেন সেটি। বিসিবির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে মেহেদির সতীর্থ নিকোলাস পুরানকে। দেয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্টও। বিসিবির আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে জার্সির লোগোর নীতিমালা ভঙ্গ করে শাস্তি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের মোসাদ্দেক। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। সূত্রঃ দৈনিক বাংলা