ধর্ষণকাণ্ডের জেরে স্ত্রী হারাতে বসেছেন পিএসজির আশরাফ হাকিমি

- প্রকাশের সময় : ০২:১৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
- / ১০৬ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : স্ত্রী হারানোর শঙ্কায় এখন দিনযাপন করছেন পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত মাসেই প্রাথমিক তদন্ত শুরু করার কথা জানিয়েছিলেন কৌঁসুলিরা। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, স্পেনে জন্ম নেয়া মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ২৪ বছর বয়সী এক নারী ধর্ষণের অভিযোগ করেছেন। গত শনিবার প্যারিসে হাকিমি নিজের বাসায় তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন সেই নারী।পিএসজির মরক্কান ডিফেন্ডার হাকিমি অবশ্য শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
আরোও পড়ুন। ৭৫১ দিন পর ঘরের মাঠে পিএসজির লজ্জার হার
শেষ পর্যন্ত হাকিমি নির্দোষ প্রমাণিত হবেন কিনা, তা সময়ই বলবে। সেটা হলেও সংসার টিকবে কি না, তার ঠিক নেই। এরই মধ্যে হাকিমির স্ত্রী হিবা আবুক ঘোষণা দিয়েছেন, তিনি ভুক্তভোগীর পক্ষেই থাকবেন। আবুক গতকালই ঘোষণা দিয়েছেন, হাকিমির সঙ্গে আর থাকবেন না। এরই মধ্যে বিচ্ছেদের কাগজপত্র প্রস্তুত করার প্রক্রিয়া নিয়েও কথাবার্তা শুরু করেছেন তিনি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আবুকের সঙ্গে যোগ করেছেন- ‘দুঃখজনক। এটা হজম করতে সময় লেগেছে।’সূত্র : সাম্প্রতিক দেশকাল
সুমি/হককথা