দ্বিতীয় লেগেও হারল লিভারপুল,শেষ আটে বেনজেমার রিয়াল
- প্রকাশের সময় : ১২:৫৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
- / ৪৮ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : প্রথমে লেগে ঘরের মাঠে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়া লিভারপুলের সামনে শেষ আটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বড় জয় ভিন্ন কোন রাস্তা খোলা ছিল না।ইয়োহেন ক্লপ আশাবাদী ছিলেন তার দল অসাধারণ কিছু করে দেখাতে পারবে দ্বিতীয় লেগে।তবে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে হারানো কঠিন এক কাজ। সেটি পারেওনি লিভারপুল। চ্যাম্পিয়নস লীগে শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে ১-০ গোলে জিতে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-২ অগ্রগামিতায় পৌঁছে গেছে কোয়ার্টার-ফাইনালে।
দুই দলের খেলোয়াড়েরা যে পরিমাণ সুযোগ পেয়েছিলেন, সেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের গোলসংখ্যা আরও বাড়ত।দুই দলের অসংখ্য সুযোগ নষ্টের পর ব্যবধান গড়ে দিলেন করিম বেনজেমা। ফরাসি এই স্ট্রাইকারের একমাত্র গোলেই লিভারপুলকে ফের হারাল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৭৮তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের এসিস্ট থেকে গোলটি করেন বেনজেমা। চ্যাম্পিয়ন্স লীগের বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদ এবারও চাইবে শেষের হাসি হাসতে।একই সময়ে হওয়া অন্য ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে রিয়ালের সঙ্গী হয়েছে নাপোলি। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছিল সেরি আর পয়েন্ট তালিকার শীর্ষ দলটি। রিয়াল ও নাপোলির আগে শেষ আটে খেলা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি, চেলসি, বেনফিকা, এসি মিলান, ও ইন্টার মিলান। সূত্র : দৈনিক ইনকিলাব
সুমি/হককথা