নিউইয়র্ক ০১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দেশি ব্যাটারদের কাঁধে করেই ঢাকার জয়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৪৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
  • / ৬১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৫তম ম্যাচে খুলনার বিপক্ষে জয় পেয়েছে ঢাকা। এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিলো মাহমুদুল্লার দল।

বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে খুলনা টাইগার্স। ৭ ওভারে দলের খাতায় ৩২ রান যোগ করতে গিয়েই হারিয়ে ফেলে ৫ উইকেট।

ষষ্ট উইকেটে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এসে হাল ধরে ম্যাচের। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকানো রাজা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৬৪ রান করেন। তার এই রানের মাধ্যমেই খুলনা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সম্মান জনক ১২৯ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে।

খুলনার দেয়া লক্ষ্যে তাড়া করতে নেমে দলীয় ১২ রানেই মিনিস্টার গ্রুপ ঢাকা হারিয়ে ফেলে তাদের দুই ওপেনার ব্যাটারকে। এরপর জহুরুল ইসলামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৫৭ রানের পার্টনারশিপ।

১২তম ওভারে জহুরুল ৩৫ বলে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলে সাজঘরে ফিরলে উইকেটে আসেন শামসুর রহমান, এসেই শুরু করেন মারকুটে ব্যাটিং। তবে থিসারা পেরেরার করা ১৫তম ওভারের শেষ বলে ইয়াসির আলির তালু বন্দি হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক রিয়াদ। ফেরার আগে ৩৬ বলে করেন ৩৪ রান করেন তিনি। এরপর ১৪ বলে ২৫ রান করে থামেন শামসুরও। এতে ঢাকা কিছুটা চাপে পড়ে যায়।

শেষ সময় ম্যাচ অনেক জমে ওঠে, বিশেষ করে ১৯তম ওভারে খালেদ আহমেদ মাত্র ৪ রান দিয়ে ঢাকাকে চাপের মুখে ফেলে দেয়। জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিলো ১১ রান। তবে থিসারা পেরেরার করা শেষ ওভারে পর পর দুই বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে শুভাগত হোম। আর এতে করেই ৪ বল হাতে রেখে খুলনা টাইগার্সের বিপক্ষে মিনিস্টার গ্রুপ ঢাকা জয় পায় ৫ উইকেটে। ম্যাচ সেরা হয়েছে ঢাকার আরাফাত সানি। তিনি তিন ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইগার্স : ১২৯/৭ (২০ ওভার) (রাজা ৬৪, মেহেদী ১৭, মুশফিক ১২, পেরেরা ১২)

মিনিস্টার ঢাকা : ১৩১/৫ (১৯.২ ওভার) (রিয়াদ ৩৪, জহুরুল ৩০, শামসুর ২৫, শুভাগত ১৮*)
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দেশি ব্যাটারদের কাঁধে করেই ঢাকার জয়

প্রকাশের সময় : ০৭:৪৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ২৫তম ম্যাচে খুলনার বিপক্ষে জয় পেয়েছে ঢাকা। এই জয়ের মাধ্যমে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিলো মাহমুদুল্লার দল।

বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে খুলনা টাইগার্স। ৭ ওভারে দলের খাতায় ৩২ রান যোগ করতে গিয়েই হারিয়ে ফেলে ৫ উইকেট।

ষষ্ট উইকেটে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা এসে হাল ধরে ম্যাচের। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকানো রাজা ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৫০ বলে ৬৪ রান করেন। তার এই রানের মাধ্যমেই খুলনা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সম্মান জনক ১২৯ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে।

খুলনার দেয়া লক্ষ্যে তাড়া করতে নেমে দলীয় ১২ রানেই মিনিস্টার গ্রুপ ঢাকা হারিয়ে ফেলে তাদের দুই ওপেনার ব্যাটারকে। এরপর জহুরুল ইসলামকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে দুজনে গড়েন ৫৭ রানের পার্টনারশিপ।

১২তম ওভারে জহুরুল ৩৫ বলে ৩০ রানের কার্যকরী ইনিংস খেলে সাজঘরে ফিরলে উইকেটে আসেন শামসুর রহমান, এসেই শুরু করেন মারকুটে ব্যাটিং। তবে থিসারা পেরেরার করা ১৫তম ওভারের শেষ বলে ইয়াসির আলির তালু বন্দি হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক রিয়াদ। ফেরার আগে ৩৬ বলে করেন ৩৪ রান করেন তিনি। এরপর ১৪ বলে ২৫ রান করে থামেন শামসুরও। এতে ঢাকা কিছুটা চাপে পড়ে যায়।

শেষ সময় ম্যাচ অনেক জমে ওঠে, বিশেষ করে ১৯তম ওভারে খালেদ আহমেদ মাত্র ৪ রান দিয়ে ঢাকাকে চাপের মুখে ফেলে দেয়। জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিলো ১১ রান। তবে থিসারা পেরেরার করা শেষ ওভারে পর পর দুই বলে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করে শুভাগত হোম। আর এতে করেই ৪ বল হাতে রেখে খুলনা টাইগার্সের বিপক্ষে মিনিস্টার গ্রুপ ঢাকা জয় পায় ৫ উইকেটে। ম্যাচ সেরা হয়েছে ঢাকার আরাফাত সানি। তিনি তিন ওভার বল করে মাত্র ১৫ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

খুলনা টাইগার্স : ১২৯/৭ (২০ ওভার) (রাজা ৬৪, মেহেদী ১৭, মুশফিক ১২, পেরেরা ১২)

মিনিস্টার ঢাকা : ১৩১/৫ (১৯.২ ওভার) (রিয়াদ ৩৪, জহুরুল ৩০, শামসুর ২৫, শুভাগত ১৮*)
হককথা/এমউএ