তিন বছর পর বার্সার ২৭তম, জাভির প্রথম শিরোপা
- প্রকাশের সময় : ১১:৪৭:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / ৬৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : আগেই জানা ছিল, এসপানিওলকে হারাতে পারলেই লা লীগার শিরোপা জয় নিশ্চিত হবে। সেই ম্যাচে শুরু থেকেই একচেটিয়া আধিপত্য দেখিয়ে গোল উৎসবে মেতে উঠলো কাতালান ক্লাবটি। লা লীগার ম্যাচে আজ এসপানিওলের মাঠে রবার্ট লেভানডোভস্কির জোড়া গোলে ৪-২ গোলে জিতেছে বার্সেলোনা। বাকি দুই করেন আলেজান্দ্রো বালদে ও জুল কুন্দে। এই জয়ে তিন বছর পর লা লীগার শিরোপা জিতলো বার্সেলোনা। কোচ হিসেবে জাভি হার্নান্দেজের প্রথম শিরোপা এটি আর বার্সেলোনার ইতিহাসে ২৭তম। ১৯৯৯ সালের পর এই প্রথম লিওনেল মেসিকে ছাড়া লা লীগার শিরোপা জয়ের স্বাদ পেলো দলটি।
আরোও পড়ুন । ‘মেসি নয়, এমবাপেই সেরা’
এর আগে ১৯৪৮-৪৯ মৌসুমে আসরের শেষ দিনে এস্পানিওলকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ লিগ শিরোপা নিশ্চিত করেছিল বার্সেলোনা। ৩৪ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সার পয়েন্ট ৮৫। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। এসপানিওলের মাঠে এদিন ম্যাচের একাদশ মিনিটেই বার্সাকে লিড এনে দেন লেভানডোভস্কি। ৯ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন বালদে। বিরতিতে যাওয়ার পাঁচ মিনিট আগে স্কোরলাইন ৩-০ করেন লেভানডোভস্কি।
ম্যাচে যেটি তার দ্বিতীয় গোল।
বিরতি থেকে ফিরে এসপানিওলের জালে গোলের হালি পূর্ণ করেন কুন্দে। ৭৩তম মিনিটে এসপানিওলের হয়ে গোল করেন জাভি পুয়েদো। যোগ করা সময়ে এসপানিওলের পক্ষে ব্যবধান কমান জোসেলু। সূত্র : দৈনিক ইত্তেফাক
বেলী /হককথা