তিন দিনের বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে

- প্রকাশের সময় : ০৬:৩৭:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১
- / ৬৬ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ঢাকা টেস্টের তিনদিন ভেসে গেছে বৃষ্টিতে। চতুর্থদিন ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ৩০০ রানের লিড নেয় সফরকারী দল। স্বাভাবিক ভাবেই ধারণা করা যাচ্ছিল ড্র হতে চলেছে এ টেস্ট। তবে দলটা বাংলাদেশ! অসম্ভবকে সম্ভব করাই যেন অভ্যাসে পরিণত করেছে বাংলাদেশ। পাকিস্তানি বোলার সাজিদ থানের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ।
পাকিস্তানের করা ৩০০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩২ ওভারে ৮৭ রান করে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ইংনিসে ফের বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ফলোঅন এড়ানোর মিশনে ব্যাটে নেমে আবারো ব্যর্থ হয় টাইগারদের টপওর্ডার। এ অবস্থায় দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ৮১ বলে ৪৫ রান করে সাজঘরে ফিরলে আবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
তৃতীয় সেশনে সাকিব মেহেদি জুটিতে লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।