তদন্ত শুরুর আগেই পদত্যাগ
- প্রকাশের সময় : ০২:৪১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
- / ১২৫ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : দুর্নীতির দায়ে ফিফা নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এরপর বিষয়টি তদন্ত করতে ১০ সদস্যের একটি কমিটি গঠন করেছেন। কিন্তু তদন্ত শুরুর আগেই সম্প্রতি সেই কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য এবং বাফুফের সহসভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও আতাউর রহমান ভ‚ঁইয়া মানিক। সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির এ দুই সদস্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আজীবন নিষিদ্ধ করে বাফুফে। সেই সঙ্গে তার দুর্নীতির তদন্তের জন্য ১৭ এপ্রিল জরুরি সভা করে তদন্ত কমিটি গঠন করেছিল বাফুফে। কমিটির অন্য সদস্যরা হলেন -বাফুফের অপর দুই সহসভাপতি কাজী নাবিল আহমেদ ও ইমরুল হাসান এবং সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াস হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।
আরোও পড়ুন। হকিতে বিদেশি কোচ খুঁজছে বাংলাদেশ
পদত্যাগ করা সম্পর্কে জানতে চাইলে মহিউদ্দিন আহমেদ মহি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। ২ মে নির্বাহী কমিটির সভায় সব বলব।’ কমিটির আরেক পদত্যাগকারী সদস্য আতাউর রহমান ভুইয়া বলেন, ‘চেয়ারে বসে থাকা ব্যক্তির (প্রধান হিসাব কর্মকর্তা আবু হোসেন ও সহকারী হিসাব কর্মকর্তা অনুপম সরকার) বিরুদ্ধে তদন্ত করা যায় না। যার বিরুদ্ধে তদন্ত করতে হবে তাকে সরিয়ে দিতে হয়। অথচ, তারা এখনো বহাল তবিয়তে। তাই আমি এই কমিটি থেকে পদত্যাগ করেছি।
সুমি/হককথা