ডাবল সেঞ্চুরি করে রুটের পাশে ওয়ার্নার

- প্রকাশের সময় : ০১:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
- / ৭২ বার পঠিত
টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি করা ডেভিড ওয়ার্নারের কাছে হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ।’ অবশেষে প্রায় তিন বছর পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজিতে) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে পেলেন সেঞ্চুরির দেখা। সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়ে হয়ে গেলেন ইতিহাসের অংশ। তাতে জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
৫১ বলে ৩২ রান করে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন ওয়ার্নার। ৭২ বলে করলেন ফিফটি। বাকি ফিফটিও করলেন ৭২ বলে। ৪৫ তম ওভারের প্রথম বলে কাগিসো রাবাদাকে ফাইন লেগ দিয়ে পুল করে চার মারলেন। সাদা পোশাকে ২৫ তম সেঞ্চুরির দেখা পেলেন ওয়ার্নার। শততম টেস্টে তিন অঙ্ক ছোঁয়ার স্বপ্ন পূরণের পর স্কোরটা আরও বড় করতে থাকেন। ৭৭তম ওভারের শেষ বলে ডিপ থার্ড ম্যান দিয়ে চার মেরে পূর্ণ করলেন ডাবল সেঞ্চুরি। ২৫৪ বলে ১৬ চার ও ২ ছক্কায় ২০০ করেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার।
প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন রুট। চেন্নাইতে ২০২১ সালে ভারতের বিপক্ষে ২১৮ রানের ইনিংস খেলেন। আর শততম টেস্টে প্রথম সেঞ্চুরি করেন কলিন কাউড্রে। ১৯৬৮ তে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ইংলিশ এই ব্যাটার। শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার হচ্ছেন রিকি পন্টিং। ২০০৬ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২০ ও ১৪৩ রান করেছিলেন পন্টিং। আর দশম ব্যাটার হিসেবে টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন ওয়ার্নার।