নিউইয়র্ক ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন বেন স্টোকস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • / ৪০ বার পঠিত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের পেসার স্কট কুগলেইনের বলে ফাইন লেগের ওপর ছক্কা মারলেন বেন স্টোকস। দর্শনীয় এই ছক্কার মাধ্যমে তিনি পৌঁছে যান ব্যক্তিগত ১৭ রানে। কিন্তু কি আশ্চর্য, ছক্কাটি মেরেই স্টোকস এক হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন, আরেক হাতে ইশারা করলেন ইংল্যান্ডের ড্রেসিংরুমের দিকে। তার সেই ইশারায় সারা দিয়ে ড্রেসিংরুমে বসে থাকা ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানালেন স্টোকসকে। কোচ ম্যাককালামের সঙ্গে ড্রেসিংরুমের অন্যরাও হাততালির দিয়ে স্টোকসকে শুভেচ্ছা জানান।

ঐ ছক্কাটির মধ্যেদিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন ইংল্যান্ড অধিনায়ক। তিনি ভেঙে দেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। কালকের আগ পর্যন্ত যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ম্যাককালামের দখলেই ছিল। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম ১০১ টেস্টে ১০৭টি ছক্কা মেরেছিলেন। গতকাল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সেই ম্যাককালামকে স্বাক্ষী বানিয়ে তার রেকর্ডটি ভেঙে দিলেন তারই শিষ্য। মজার ব্যাপার হলো, স্টোকস ‘গুরু’ ম্যাককালামের রেকর্ডটা ভাঙলেন ম্যাককালামেরই দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে।

কালকের আগে দুজনেরই টেস্ট ছক্কা ছিল সমান ১০৭টি করে। ফলে একটা ছক্কা হলেই যে স্টোকস নতুন রেকর্ড গড়বেন, এটা স্টোকস যেমন জানতেন, জানতেন ম্যাককালামও। নিজের শিষ্যকে নিজের রেকর্ড ভাঙতে দেখা, ম্যাককালাম কি সৌভাগ্যবান! ঐ ছক্কার পরের বলেও ছক্কা মারেন স্টোকস। এর একটু পরই আউট হন ব্যক্তিগত ৩১ রান করে। ৯০ টেস্টে বেন স্টোকসের এখন ছক্কা হলো ১০৯টি। সূত্রঃ দৈনিক ইত্তেফাক

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়লেন বেন স্টোকস

প্রকাশের সময় : ১২:৩৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

নিউজিল্যান্ডের পেসার স্কট কুগলেইনের বলে ফাইন লেগের ওপর ছক্কা মারলেন বেন স্টোকস। দর্শনীয় এই ছক্কার মাধ্যমে তিনি পৌঁছে যান ব্যক্তিগত ১৭ রানে। কিন্তু কি আশ্চর্য, ছক্কাটি মেরেই স্টোকস এক হাতে ব্যাট উঁচিয়ে ধরলেন, আরেক হাতে ইশারা করলেন ইংল্যান্ডের ড্রেসিংরুমের দিকে। তার সেই ইশারায় সারা দিয়ে ড্রেসিংরুমে বসে থাকা ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিবাদন জানালেন স্টোকসকে। কোচ ম্যাককালামের সঙ্গে ড্রেসিংরুমের অন্যরাও হাততালির দিয়ে স্টোকসকে শুভেচ্ছা জানান।

ঐ ছক্কাটির মধ্যেদিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েন ইংল্যান্ড অধিনায়ক। তিনি ভেঙে দেন ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। কালকের আগ পর্যন্ত যে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ম্যাককালামের দখলেই ছিল। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম ১০১ টেস্টে ১০৭টি ছক্কা মেরেছিলেন। গতকাল মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে সেই ম্যাককালামকে স্বাক্ষী বানিয়ে তার রেকর্ডটি ভেঙে দিলেন তারই শিষ্য। মজার ব্যাপার হলো, স্টোকস ‘গুরু’ ম্যাককালামের রেকর্ডটা ভাঙলেন ম্যাককালামেরই দেশ নিউজিল্যান্ডের বিপক্ষে।

কালকের আগে দুজনেরই টেস্ট ছক্কা ছিল সমান ১০৭টি করে। ফলে একটা ছক্কা হলেই যে স্টোকস নতুন রেকর্ড গড়বেন, এটা স্টোকস যেমন জানতেন, জানতেন ম্যাককালামও। নিজের শিষ্যকে নিজের রেকর্ড ভাঙতে দেখা, ম্যাককালাম কি সৌভাগ্যবান! ঐ ছক্কার পরের বলেও ছক্কা মারেন স্টোকস। এর একটু পরই আউট হন ব্যক্তিগত ৩১ রান করে। ৯০ টেস্টে বেন স্টোকসের এখন ছক্কা হলো ১০৯টি। সূত্রঃ দৈনিক ইত্তেফাক