বিজ্ঞাপন :
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে ভারত

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ৫২ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ছয় বছর পর আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠলো ভারত। ভারত শীর্ষে ওঠায় দ্বিতীয় স্থানে নেমে গেছে আরেক ক্রিকেট পরাশক্তি ইংল্যান্ড। তবে ভারত ও ইংল্যান্ডের রেটিং সমান ২৬৯।
রোববার রাতে শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় ভারত। এই সিরিজ জয়ের মাধ্যমে র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করে টিম ইন্ডিয়া।
এছাড়াও ২৬৬ রেটিং নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। ৪৬ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট ১২২২৫।
চতুর্থ থেকে নবম স্থান পর্যন্ত আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও শ্রীলংকা। ২৩১ রেটিং নিয়ে দশম স্থানে বাংলাদেশ।
সর্বশেষ ২০১৬ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল ভারত।
হককথা/এমউএ
Tag :