নিউইয়র্ক ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

টানা দ্বিতীয় জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১১৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ নারী দলের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তানের মেয়েরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকেরা এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে। এদিন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। ওপেনিং জুটি বাংলাদেশকে ভালো শুরু এনে দেয়। ৩৪ রানের এই জুটি ভাঙে শামীমা সুলতানা ১৮ রানে আউট হলে।
আরেক ওপেনার মুর্শিদা খাতুনও বেশিদূর যেতে পারেননি। তিনি আউট হয়েছেন ২০ রানে। তিনে নামা সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানাও ইনিংস বড় করতে পারেননি। সোবহানা ১৬ ও নিগার ১০ রানে আউট হলে ৭১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে দলকে ভালো সংগ্রহ এনে দিয়েছে পঞ্চম উইকেট জুটি।
স্বর্ণা আক্তার ও রিতু মনির এই জুটি থেকে এসেছে ৩৮ রান। রিতু ১৯ রানে আউট হলেও স্বর্ণা ২৭ রানে অপরাজিত থাকেন। ২২ বলের ইনিংসে স্বর্ণা একটি চার ও একটি ছক্কা মেরেছেন। রান তাড়ায় নেমে ভালো শুরু পায়নি পাকিস্তান। ৫৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা।
একপ্রান্ত ধরে রাখা বিসমাহ মারুফও আউট হয়ে যান দলীয় ৬১ রানে। ৪৪ বলে ৩০ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। বিসমাহর আউটের পর পাকিস্তানের ইনিংস আর এগোয়নি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থেমেছে তাদের ইনিংস। (সূত্র: দৈনিক কালের কন্ঠ)

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

টানা দ্বিতীয় জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

প্রকাশের সময় : ০১:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতেও বাংলাদেশ নারী দলের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তানের মেয়েরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ২০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্বাগতিকেরা এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে। এদিন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। ওপেনিং জুটি বাংলাদেশকে ভালো শুরু এনে দেয়। ৩৪ রানের এই জুটি ভাঙে শামীমা সুলতানা ১৮ রানে আউট হলে।
আরেক ওপেনার মুর্শিদা খাতুনও বেশিদূর যেতে পারেননি। তিনি আউট হয়েছেন ২০ রানে। তিনে নামা সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানাও ইনিংস বড় করতে পারেননি। সোবহানা ১৬ ও নিগার ১০ রানে আউট হলে ৭১ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এখান থেকে দলকে ভালো সংগ্রহ এনে দিয়েছে পঞ্চম উইকেট জুটি।
স্বর্ণা আক্তার ও রিতু মনির এই জুটি থেকে এসেছে ৩৮ রান। রিতু ১৯ রানে আউট হলেও স্বর্ণা ২৭ রানে অপরাজিত থাকেন। ২২ বলের ইনিংসে স্বর্ণা একটি চার ও একটি ছক্কা মেরেছেন। রান তাড়ায় নেমে ভালো শুরু পায়নি পাকিস্তান। ৫৯ রানের মধ্যে ৪ উইকেট হারায় তারা।
একপ্রান্ত ধরে রাখা বিসমাহ মারুফও আউট হয়ে যান দলীয় ৬১ রানে। ৪৪ বলে ৩০ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার। বিসমাহর আউটের পর পাকিস্তানের ইনিংস আর এগোয়নি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থেমেছে তাদের ইনিংস। (সূত্র: দৈনিক কালের কন্ঠ)