টাইগার বোলারদের দাপটে ব্যাকফুটে আফগানিস্তান
- প্রকাশের সময় : ০৩:৩৪:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৫১ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মিরাজ-মুশফিক বিদায় নিলে বালির বাধের মত ভেঙে পরে লোয়ার অর্ডার। স্কোরবোর্ডে আর মাত্র ২০ রান যোগ করে ৩৮২ রানে প্রথম ইনিংস শেষ হয় টাইগারদের। তবে বোলারদের দাপটে প্রথম সেশনেই তিন আফগান ব্যাটারকে ফিরিয়েছে তারা। আফগানদের হয়ে ব্যাটিং ইনিংসের সূচনা করেন ইব্রাহিম জাদরান এবং আব্দুল মালিক। দ্বিতীয় ওভারের শেষ বলে শরীফুলের বলে কট বিহাইন্ড হতে পারতেন জাদরান। কিন্তু ক্যাচটি নিতে ব্যর্থ হন অধিনায়ক ও উইকেটরক্ষক লিটন দাস। এরপর নিজের ওভারে একটি রান আউটের সুযোগও মিস করেন তাসকিন আহমেদ।
স্লিপে থাকা নাজমুল হোসেন সহজেই নিতে পারতেন জাদরানের ক্যাচ। কিন্তু উইকেটরক্ষক লিটন ডান দিকে ঝাপিয়ে পড়েন এবং ব্যর্থ হন গ্লাভসবন্দী করতে। পরের ওভারের প্রথম বলেই দৌড়ে দুই রান নিতে গিয়েও আউট হতে পারতেন ওপেনার জাদরান। কিন্তু তাসকিন থ্রো ধরতে পারলেও ভাঙতে পারেননি স্টাম্প। ফলে পরপর দুই বলে জীবন ফিরে পান জাদরান। জাদরান অবশ্য পরে ফিরেছেন। প্রথম বার জীবন ফিরে পাওয়া শরীফুলের বলেই আউট হন তিনি। এবার আর ক্যাচ নিতেও ভুল করেন নি লিটন। ১৭ বলে ৬ রান করে প্রথম ওপেনার সাজঘরে ফিরলে ব্যাটিং এ আসেন রহমত শাহ।
এরপরের ওভারেই বল হাতে আক্রমণে আসেন ইবাদত হোসেন। এ ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান আরেক আফগান ওপেনার আব্দুল মালিক। ২০ বলে ১৭ রান করেন তিনি। শুরতেই দুই ওপেনারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় টাইগাররা। আফগানদের চতুর্থ ব্যাটার হিসেবে মাঠে নামেন অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী। ইবাদত নিজের করা পরের ওভারে ফেরাতে পারতেন রহমত শাহ কেও। ব্যাটার কোনায় লেগে স্লিপে ক্যাচ উঠলেও তা চলে যায় স্লিপে থাকা জয় এবং শান্তর মাঝের ফাঁকা জায়গা দিয়ে। তবে এ ব্যাটার ফিরেছেন ইবাদতের বলেই। শর্ট লেংথে করা বল হয়তো বুঝতে পারেন নি তিনি। ক্যাচ তুলে দিলে তা তালুবন্দি করেন তাসকিন। প্রথম দশ ওভারেই তিন ব্যাটার কে হারিয়ে ব্যাকফুটে আফগানিস্তান। বাংলাদেশের চেয়ে ৩৪৭ রানে পিছিয়ে আছে তারা। প্রথম সেশন শেষে খেলায় এখন লাঞ্চ বিরতি চলছে। আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৫ রান। সূত্র : ঢাকা মেইল
বেলী/হককথা