টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের অভিষেক

- প্রকাশের সময় : ১২:৪০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ২৪ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। ফলে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুতে বোলিং করছে বাংলাদেশ।
বাংলাদেশ সময় আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) ১১টায় ম্যাচটি শুরু হবে। এর মধ্য দিয়ে প্রায় সাত মাস পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ জিতলে থাকছে ওয়ানডে সুপার লিগের শীর্ষে উঠার সুযোগ।
টসের সময় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।
এই ম্যাচে অভিষেক ঘটছে ইয়াসির আলী চৌধুরী রাব্বির। এর আগে গত নভেম্বরে চট্টগ্রামেই টেস্ট অভিষেক হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। একই মাঠে ওয়ানডে অভিষেক হলো আফগানিস্তানের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। স্পিনের মেহেদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান। পার্ট টাইম বোলার হিসেবে হাত ঘোরাতে পারবেন আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমদজাই।
হককথা/এমউএ