জ্যাকসন হাইটসের প্রথম জয় ॥ মাঠে আবার অপ্রীতিকর ঘটনা
- প্রকাশের সময় : ০২:২৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
- / ৮৭৩ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগের দশম সপ্তাহের খেলায় ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, জ্যাকসন হাইটস ক্লাব ও যুব সংঘ জয়লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। কুইন্স বরোর নিউ টাউন অ্যাথলেটিক মাঠে ৯ আগষ্ট রোববার বিকেলে লীগের চারটি খেলা অনুষ্ঠিত হয়। এদিন ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে ওজনপার্ক এফসি-কে, আইসাব ৪-০ গোলে বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স-কে, জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব ১-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে এবং শক্তিশালী ওজনপার্ক যুব সংঘ ১-০ গোলে অপর শক্তিশালী দল সন্দ্বীপ এসসিকে পরাজিত করে। লীগের নতুন টিম হিসেবে এদিন জ্যাকসন হাইটস ক্লাবের ছিলো প্রথম জয়। অপরদিকে ব্রঙ্কস ইউনাইটেড ও ওজনপার্ক এফসি’র মধ্যকার খেলার শেষ মূহুর্তে মাঠে আবার অপ্রীতিকর ঘটনার জের ধরে কিছু সময়ের জন্য খেলাটি বন্ধ থাকে। এছাড়া মাঠে আঘাত পাওয়ায় ব্রাদার্স এলায়েন্সের অনু আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে মাঠ ছাড়তে হয়। খবর ইউএনএ’র।
দিনের প্রথম খেলায় ব্রঙ্কস ইউনাইটেড ২-০ গোলে ওজনপার্ক এফসি-কে পরাজিত করে। খেলার প্রথমার্ধেরই গোল তিনটি হয়। খেলা শুরুর পর পরই ৬ মিনিটের সময় সংঘবদ্ধ আক্রমণ থেকে কফিল গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। এরপর ১০ মিনিটের সময় ওজনপার্কের মিজান গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন (১-১)। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে অর্থাৎ ২৪ মিনিটের সময় সামি গোল করে ব্রঙ্কস ইউনাইটেডের বিজয় নিশ্চিত করেন (২-১)। খেলায় উভয় দলই একাধিক গোলের সুযোগ নষ্ট করে। খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমণ। শেষ গোলের পর একটি ফাউলকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটে। ফলে কিছু সময়ের জন্য খেলাটি বন্ধ থাকে। এসময় উভয় দলের কতিপয় খেলোয়ার ও কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতির উপক্রম হয়। স্পোর্টস কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুলসহ অন্যান্য কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খেলায় অখেলোয়ারী সূলভ আচরণের জন্য ব্রঙ্কস ইউনাইটেডের সামি ও ওজনপার্কের রাহাতকে লাল কার্ড প্রদর্শণ করা হয়।
দিনের দ্বিতীয় খেলায় আইসাব একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে ৪-০ গোলে বাংলাদেশ ব্রাদার্স এলায়েন্স-কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মিলাদ দুটি এবং মহিবুর ও হাসান একটি করে গোল করেন। খেলার প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল হয়। খেলার প্রথমার্ধের শুরুতেই আইসাব-এর কৃতি স্টাইকার মিলাদ পেনান্টি কিক থেকে গোল করতে ব্যর্থ হলে দলের মধ্যে হতাশা দেখা দেয়। এরপর সংঘবদ্ধ আক্রমণ থেকে খেলার ১০ মিনিটের সময় মিলাদ প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান (১-০)। খেলার ২১ মিনিটের সময় আইসাব-এর মহিবুর ও ২৩ মিনিটের সময় মিলাদ পুনরায় গোল করে দলকে আরো এগিয়ে নিয়ে যান (৩-০)। খেলার দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে হাসান আরো একটি গোল করেন (৪-০)। খেলায় ব্রাদার্স এলায়েন্স ২/১টি গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। এই খেলায় ব্রাদার্সের অনু বা কানে আঘাতপ্রাপ্ত হলে তাকে রক্তাক্ত অবস্থায় এম্বুলেন্সে নিয়ে স্থানীয় এলমহার্ষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয় ।
দিনের তৃতীয় খেলায় জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব ১-০ গোলে ব্রঙ্কস ওয়ারিয়রকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। উত্তেজনাহীন খেলার শেষ মূহুর্তে অর্থাৎ ৪৫ মিনিটের সময় বিজয়ী দলের পক্ষে রাহাত জয়সূচক গোলটি করেন (১-০)। লীগের প্রথম টিম হিসেবে জ্যাকসন হাইটসের এটিই ছিলো প্রথম জয়।
দিনের চতুর্থ ও শেষ খেলায় ফুটবল লীগের শক্তিশালী দুই দল ওজনপার্ক যুব সংঘ ও সন্দ্বীপ এসসি প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় যুব সংঘ ১-০ গোলে জয়লাভ করে পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলায় ছিলো আক্রমণ পাল্টা আক্রমণ। খেলার দ্বিতীয়ার্ধে যুব সংঘের সুহেল জয় সূচক গোলটি করেন। এছাড়া উভয় দল একাধিক গোলের সুযোগ নষ্ট করেন।
রোববার খেলার সময় বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত খান বুলবুল, কোষাধ্যক্ষ ওয়াহিদ কাজী এলিন, প্রচার সম্পাদক জহির উদ্দিন জুয়েল, সদস্য আবু তাহির আসাদ প্রমুখ কর্মকর্তা মাঠে উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক সৈয়দ এনায়েত আলী মাঠে উপস্থিত থেকে খেলাগুলো উপভোগ করলেও মাঠে দর্শকের উপস্থিতি তেমন ছিলো না।
আগামী ১৬ আগষ্ট রোববার একই মাঠে লীগের আরো চারটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলায় ব্রঙ্কস ওয়ারিয়র ও সন্দ্বীপ এফসি, দ্বিতীয় খেলায় ওজনপার্ক যুব সংঘ ও ব্রঙ্কস স্টার, তৃতীয় খেলায় সোনার বাংলা ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব এবং চতুর্থ খেলায় ওজনপার্ক এফসি ও ব্রাদার্স এলায়েন্স একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।