জুভেন্টাসের ১০ পয়েন্ট জরিমানা
- প্রকাশের সময় : ০৩:১৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ৩৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেশ নামীদামী ক্লাব হিসেবেই পরিচিত জুভেন্টাস। ইতালিয়ান ফুটবল লিগ সিরি আর এ দল দীর্ঘ দিন ধরেই ইউরোপের সেরা টুর্নামেন্টগুলোতে প্রতিযগিতা করে আসছে। তুরিনের এ ক্লাবের হয়ে খেলেছেন জিয়ানলিজি বুফন এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর মত তারকারা। কিন্তু গত জানুয়ারিতে ক্লাবটিতে দুর্নীতির অভিযোগে পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সে রায়ের বিরুদ্ধে আপিল করা হলে পুনর্বিবেচনা করে নতুন করে সিদ্ধান্ত দিয়েছে আপিল বিভাগ।
আরোও পড়ুন । ভারতীয় আম্পায়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইসিসির
দলবদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচারের অভিযোগে লিগে ম্যাচ খেলে জুভেন্টাসের প্রাপ্ত মোট পয়েন্ট থেকে ১৫ পয়েন্ট কেটে রাখার সিদ্ধান্ত নেয় এফআইজিসি। কিন্তু এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার আহ্বান জানায় ইতালির সর্বোচ্চ ক্রীড়া আদালত (স্পোর্টস গ্যারান্টি বোর্ড)। সোমবার আপিল বিভাগের দেয়া নতুন রায় অনুযায়ী আগের চেয়ে ৫ পয়েন্ট কমিয়ে পয়েন্ট টেবিল থেকে ১০ পয়েন্ট কেটে রাখা হয়েছে জুভেন্টাসের।
এদিকে এমন সিদ্ধান্তে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা কমে গেলো জুভেন্টাসের। ১০ পয়েন্ট কেটে রাখায় দলটি পয়েন্ট টেবিলে সাতে নেমে গেলো। আগে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করা দলটির কাটার পর পয়েন্ট হয়েছে ৫৯। আবার গত রাতে এম্পোলির বিপক্ষে ম্যাচটিও হেরে যাওয়ায় চারে থাকা এসি মিলানের সাথে পয়েন্ট ব্যবধান কমাতে পারলো না তুরিনের ক্লাবটি। পয়েন্ট কেটে রাখা ছাড়াও এফ আইজিসি জুভেন্টাসের ১১ জন কর্মকর্তাকেও বিভিন্ন মেয়াদে শাস্তি ও নিষেধাজ্ঞা দিয়েছিলো। আপিলের রায়ে সে শাস্তি বহাল রেখেছে দেশের ফুটবল সংস্থাটি। আর্থিক হিসাব নিকাশে কারচুপির দায়ে গত বছরের নভেম্বরে দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্লাবটির সভাপতি ও সহ সভাপতি। সূত্র : ঢাকা মেইল
বেলী/হককথা