নিউইয়র্ক ১০:১১ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জিম্বাবুয়েকে হারিয়ে লড়াইয়ে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
  • / ১৪০ বার পঠিত

বিশ্বকাপে গ্রুপ-বি’র লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। হোবার্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে জিম্বাবুয়ের বোলিং তোপে ১৫৩ রানেই থামে ক্যারিবীয়রা। সর্বোচ্চ ৪৫ রান আসে জনসন চার্লসের ব্যাটে। আগের ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো সিকান্দার রাজা আজ উজ্জ্বল ছিলেন ব্যাট হাতে, মাত্র ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

তবে শুরুটা ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে তারা। মাঝে এভিন লুইস ১৩ ও কাইল মায়ার্স ১৫ রানে ফিরে যান। তবে ১২.২ ওভারে নিকোলাস পুরান ফিরে গেলে খেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ, ১১ রানের ভেতর হারায় ৪ উইকেট। তবে রভম্যান পাওয়েলের ২১ বলে ২৮ আর আকিল হোসেনের ১৮ বলে অপরাজিত ২৩ রানে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ২ ওভারেই জিম্বাবুয়ের সংগ্রহ ২৯ রান। ৯ বলে ১৩ রানে রেজিস চাকাভা ফেরার পর দলীয় ৪৭ রানে টনি মুঙ্গোয়াকেও হারায় জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে আসে ৫৫ রান আসে ৩ উইকেট হারিয়ে। মাঝে শন উইলিয়ামস ফিরে যান ১ রানে।

সিকান্দার রাজা এসে পাল্টা আক্রমণের চেষ্টা করেন, তবে ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৮ বলে ১৪ রানে। এর ২৭ রান করা ওয়েসলি মাধেভেরেকেও হারায় জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ৬৪ রান। ভরসা হয়ে উঠতে পারেননি আর কেউই। রায়ান বার্ল ১৭ ও মিল্টন শুম্বা ফেরেন ৯ বলে ২ রান করে।

শেষ চেষ্টা করেন লুক জঙ্গি। তবে বাকিদের ব্যর্থতায় তার ২২ বলে ৯৯ রানের ইনিংসটা শুধুই সান্ত্বনা হয়ে থাকলো। তবে বিশ্বকাপের মূল পর্বে যাবার দৌড়ে অবলম্বন হয়েও উঠতে পারে ইনিংসটা। ১০ বল বাকি থাকতেই জিম্বাবুয়ে থামে ১২২ রানে। আলজারি জোসেফ ১৬ রানে নেন ৪ উইকেট, জেসন হোল্ডার ৩ উইকেট নেন ১২ রানে।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জিম্বাবুয়েকে হারিয়ে লড়াইয়ে ফিরলো ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশের সময় : ০৮:৫০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২

বিশ্বকাপে গ্রুপ-বি’র লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় জিম্বাবুয়ে। হোবার্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে জিম্বাবুয়ের বোলিং তোপে ১৫৩ রানেই থামে ক্যারিবীয়রা। সর্বোচ্চ ৪৫ রান আসে জনসন চার্লসের ব্যাটে। আগের ম্যাচে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো সিকান্দার রাজা আজ উজ্জ্বল ছিলেন ব্যাট হাতে, মাত্র ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

তবে শুরুটা ভালোই ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে তারা। মাঝে এভিন লুইস ১৩ ও কাইল মায়ার্স ১৫ রানে ফিরে যান। তবে ১২.২ ওভারে নিকোলাস পুরান ফিরে গেলে খেই হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ, ১১ রানের ভেতর হারায় ৪ উইকেট। তবে রভম্যান পাওয়েলের ২১ বলে ২৮ আর আকিল হোসেনের ১৮ বলে অপরাজিত ২৩ রানে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজ।

জিম্বাবুয়ের ইনিংসের প্রথম ২ ওভারেই জিম্বাবুয়ের সংগ্রহ ২৯ রান। ৯ বলে ১৩ রানে রেজিস চাকাভা ফেরার পর দলীয় ৪৭ রানে টনি মুঙ্গোয়াকেও হারায় জিম্বাবুয়ে। পাওয়ার প্লেতে আসে ৫৫ রান আসে ৩ উইকেট হারিয়ে। মাঝে শন উইলিয়ামস ফিরে যান ১ রানে।

সিকান্দার রাজা এসে পাল্টা আক্রমণের চেষ্টা করেন, তবে ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৮ বলে ১৪ রানে। এর ২৭ রান করা ওয়েসলি মাধেভেরেকেও হারায় জিম্বাবুয়ে। দলীয় সংগ্রহ তখন ৫ উইকেট হারিয়ে ৬৪ রান। ভরসা হয়ে উঠতে পারেননি আর কেউই। রায়ান বার্ল ১৭ ও মিল্টন শুম্বা ফেরেন ৯ বলে ২ রান করে।

শেষ চেষ্টা করেন লুক জঙ্গি। তবে বাকিদের ব্যর্থতায় তার ২২ বলে ৯৯ রানের ইনিংসটা শুধুই সান্ত্বনা হয়ে থাকলো। তবে বিশ্বকাপের মূল পর্বে যাবার দৌড়ে অবলম্বন হয়েও উঠতে পারে ইনিংসটা। ১০ বল বাকি থাকতেই জিম্বাবুয়ে থামে ১২২ রানে। আলজারি জোসেফ ১৬ রানে নেন ৪ উইকেট, জেসন হোল্ডার ৩ উইকেট নেন ১২ রানে।