ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে সাকিব
- প্রকাশের সময় : ০৩:৪২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / ৯৫ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের চেমসফোর্ডে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। আর এই ম্যাচে টাইগাররা খেলতে নেমেছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই। আর এর কারণ হিসেবে জানা গিয়েছে এর আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পেয়েছিলেন সাকিব।
তৃতীয় ম্যাচের আগে আঙুলের চোট না সাড়ায় তাকে এ ম্যাচে দলের বাইরে রাখা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচের আগে সাকিবের চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। জানা গেছে এ চোটের কারণে ছয় সপ্তাহের জন্ মাঠের বাইরে থাকতে হতে পারে সাকিবকে। আগামী মাসে আফগানিস্তান সিরিজেও এই অলরাউন্ডারকে দলে পাওয়া নিয়ে দাঁড়িয়েছে অনিশ্চয়তা। গত শনিবার সাকিবের চোট নিয়ে বিসিবি ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘এক্সরে রিপোর্টে দেখা গিয়েছে সাকিবের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সুস্থ হতে কম পক্ষে ছয় সপ্তাহর মতো সময় লাগে।’
আরোও পড়ুন। ‘মেসি নয়, এমবাপেই সেরা’
এর আগে আইরিশদের বিপক্ষে গত শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে ব্যথা পান। পরে ফিল্ডিং করেছেন, ব্যাটিংও করেছেন। তাতে চোট আরো বেড়েছে। টাইগারদের হয়ে এবারের ইংল্যান্ড সফরে দুই ওয়ানডেতে সাকিবের পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি। প্রথম ওয়ানডেতে ২০ রান করেন তিনি, তবে ঐ ম্যাচে বোলিংয়ে আসার আগে বৃষ্টি নামে। পরে দ্বিতীয় ম্যাচে মাত্র ২৬ রান করেন। এছাড়া বল হাতেও পারেননি কোনো উইকেট শিকার করতে। সূত্র : দৈনিক ইত্তেফাক
সুমি/হককথা