গ্রীষ্মে ভিন্নরূপে সানিয়া
- প্রকাশের সময় : ১১:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩
- / ১৬৩ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : সাবেক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা খেলা থেকে অবসর নিয়েছেন। তিনি একজন ফ্যাশন সচেতন নারী। তিনি প্রায়ই বিভিন্ন পোশাক পরে ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় শনিবার নতুন ছবি পোস্ট করেছেন তিনি। এই গ্রীষ্মে ভিন্ন রূপে নতুন পোশাকে ভক্তদের সামনে উপস্থিত হন তিনি। ছবি শেয়ার করার পর থেকেই ৪২ হাজারের বেশি লাইক এবং ৫০০টিরও বেশি মন্তব্য পড়ে। খবর জিও নিউজের।
আরোও পড়ুন । কাউন্টি ক্রিকেটকেও তাসকিনের ‘না’
প্রতিবেদনে বলা হয়েছে- সানিয়া মির্জা ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার জন্য পরিচিত। শনিবার তার পোস্ট করা ছবিতে একটি কালো টি-শার্ট এবং গোলাপী স্টিলেটোসের সঙ্গে অপূর্ব লাগছিল৷ ৩৬ বছর বয়সি সাবেক এই টেনিস খেলোয়াড়ের কানে রয়েছে স্বর্ণের দুল ও চুলগুলো আলগা মাঝখানে ভাগ করা। তার চোখ দুটি ধূসর বর্ণের এবং ঠোঁট ছিল গোলাপি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন- ‘দ্য ফাইনাল লুক।’ তার পোস্টে ৪২ হাজারের বেশি লাইক এবং ৫০০টিরও বেশি মন্তব্য পড়ে। ফ্যাশন এবং পোশাকের প্রতি ভালোবাসা থাকায় দেশে এবং বিদেশে অত্যন্ত প্রশংসিত পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী।
বেলী/হককথা