ক্রীড়া উপমন্ত্রী জয়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা
- প্রকাশের সময় : ০১:১৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮
- / ১০৯৬ বার পঠিত
নিউইয়র্ক: যুক্তরাজ্য সফররত বাংলাদেশের ক্রীড়া উপমন্ত্রী ও সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয়-এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা। সংগঠনের পক্ষে সভাপতি ও দেশের সাবেক জাতীয় অ্যাথলেট মহিউদ্দিন দেওয়ান এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে স্থানীয় আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বুধবার লন্ডনে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ওয়েস্টমিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে উপমন্ত্রী জয় হামলার শিকার হন।
আরো উল্লেখ্য, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে উপমন্ত্রী অন্যান্যদের সাথে বর্তমানে লন্ডন অবস্থান করছেন। ঐদিন প্রধানমন্ত্রীর কনফারেন্স সেন্টারের বাইরে যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করছিলেন। তাদের পাশেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে স্বাগত জানিয়ে শ্লোগান দিচ্ছিলেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এসময় উপমন্ত্রীর উপর হামলার ঘটনা ঘটে।
এদিকে বাংলাদেশ স্পোর্ট কাউন্সিল অব আমেরিকার সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ ব্যক্তিগত কাজে বাংলাদেশ সফরে যাওয়ার প্রেক্ষিতে স্পোর্ট কাউন্সিলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ রানাকে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পন করা হয়েছে।
স্পোর্টস কাউন্সিলের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ বাংলাদেশ থেকে না ফেরা পর্যন্ত মোহাম্মদ রশিদ রানা বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।-প্রেস বিজ্ঞপ্তি।