নিউইয়র্ক ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কে হচ্ছেন পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট?

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৩৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
  • / ৯৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) শেষ হতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর যুগ। চলতি মাসেই তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। ১৮ অক্টোবর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা হতে পারে। এতদিন সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান সচিব জয় শাহের নাম শোনা গেলেও হঠাৎ করেই সব হিসাব পাল্টে গেল। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নতুন বিসিসিআই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার রজার বিনি। বার্তা সংস্থা পিটিআই এই সংবাদ জানিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সৌরভ চাইলে বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। কিন্তু তিনি নির্বাচনে লড়বেন না বলে ধারণা করা হচ্ছে। কারণ, সৌরভের এখন আইসিসি সভাপতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে- সৌরভ আইসিসিতে যাচ্ছেন কিনা। সবকিছু ঠিক থাকলে ১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি রজার বিনি।

এদিকে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, সব রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে বিসিসিআই। সেখানে লেখা, ‘১৮ অক্টোবর মুম্বাইয়ে বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভা। বিস্তারিত পরে জানানো হবে। সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। ‘ সেই চিঠির সঙ্গে বার্ষিক সভায় কী কী নিয়ে আলোচনা হবে সেটাও লেখা আছে। আলোচ্যসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো- বোর্ডের সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচন।

হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কে হচ্ছেন পরবর্তী বিসিসিআই প্রেসিডেন্ট?

প্রকাশের সময় : ০১:৩৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) শেষ হতে যাচ্ছে সৌরভ গাঙ্গুলীর যুগ। চলতি মাসেই তার মেয়াদ শেষ হতে যাচ্ছে। ১৮ অক্টোবর নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা হতে পারে। এতদিন সম্ভাব্য নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান সচিব জয় শাহের নাম শোনা গেলেও হঠাৎ করেই সব হিসাব পাল্টে গেল। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নতুন বিসিসিআই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার রজার বিনি। বার্তা সংস্থা পিটিআই এই সংবাদ জানিয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সৌরভ চাইলে বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন। কিন্তু তিনি নির্বাচনে লড়বেন না বলে ধারণা করা হচ্ছে। কারণ, সৌরভের এখন আইসিসি সভাপতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জানা যাবে- সৌরভ আইসিসিতে যাচ্ছেন কিনা। সবকিছু ঠিক থাকলে ১৮ অক্টোবর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি রজার বিনি।

এদিকে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, সব রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে বিসিসিআই। সেখানে লেখা, ‘১৮ অক্টোবর মুম্বাইয়ে বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভা। বিস্তারিত পরে জানানো হবে। সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে। ‘ সেই চিঠির সঙ্গে বার্ষিক সভায় কী কী নিয়ে আলোচনা হবে সেটাও লেখা আছে। আলোচ্যসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো- বোর্ডের সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ নির্বাচন।

হককথা/এমউএ