কালো জার্সিতে রাতে মাঠে নামছে ব্রাজিল
- প্রকাশের সময় : ০৭:৫৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
- / ১০৩ বার পঠিত
স্পোটর্স ডেস্ক : সর্বশেষ কাতার বিশ্বকাপ থেকে শোচনীয় বিদায়ের পর থেকেই ধুঁকছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর থেকে অবশ্য দলটির ডাগআউটে কোনো কোচ নিয়োগ দেওয়া হয়নি। বিশ্বকাপের পরও হারের বৃত্তে আটকে আছে সেলেসাওরা। গত মার্চে মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে নেইমার জুনিয়রহীন দলটি পরাজিত হয়েছিল। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহে প্রীতি ম্যাচ খেলতে নামছে ব্রাজিল। আজ (১৭ জুন) দিবাগত রাত দেড়টায় (বাংলাদেশ সময়) আফ্রিকান দেশ গিনির সঙ্গে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শক্তি সামর্থ্যে ব্রাজিল এগিয়ে থাকলেও তারা স্বাভাবিক ছন্দে নেই, তবে র্যাংকিংয়ে তাদের বর্তমান অবস্থান তিনে। অন্যদিকে তাদের প্রতিপক্ষে গিনি ফিফা র্যাংকিংয়ের ৭৯ নম্বরে অবস্থান করছে। বার্সেলোনার আরসিডিই স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
মূলত ব্রাজিল ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র বারবার বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার ঘটনায় দুই আফ্রিকান দেশের সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ‘বর্ণবাদ নিয়ে কোনো ম্যাচ নয়’ স্লোগানে এই ম্যাচে বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। একই উপলক্ষ্যে ইতিহাসে প্রথমবারের মতো কালো রঙের জার্সি পরে মাঠে নামবে সেলেসাওরা। গিনির পর বিশ্বচ্যাম্পিয়রা আগামী ২৩ জুন পর্তুগালের লিসবনে সেনেগালের মুখোমুখি হবে।
চলতি মাসের শুরুতে গিনি ও সেনেগালের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করে সিবিএফ। কাতার বিশ্বকাপ পরবর্তী দলে যেখানে সুযোগ পেয়েছেন ৮ নতুন মুখ। এর মধ্যে ৩ জন ইতোমধ্যে গত মার্চে মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে ছিলেন। তাদের অনেককেই যাচাই-বাছাই করা হবে গিনি ও সেনেগালের বিপক্ষে। কারণ ম্যাচে দুটিতেই থাকছেন না নেইমার, গ্যাব্রিয়েল জেসুস, রাফিনিয়া ও অ্যান্তোনিদের মতো তারকারা। আজকের ম্যাচেও ব্রাজিলের অধিনায়ক হিসেবে থাকছেন অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো।
নতুনদের মধ্যে গিনির বিপক্ষে অভিষেক হতে পারে জোয়েলিংটন ও আইরতন লুকাসের। এ দুজনের অভিষেক ইস্যুতে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের অস্থায়ী কোচ র্যামন মেনেজেস বলেন, ‘দুজনেই ক্লাবে পারফর্ম করেছে। আমি নিশ্চিত, জাতীয় দলের হয়েও তারা দুর্দান্ত খেলবে।’
ব্রাজিলের আজকের ম্যাচটি সরাসরি কোনো টিভি চ্যানেলে দেখাবে না। তবে সিবিএফের ওয়েবসাইটসহ ফুটবল সংশ্লিষ্ট বিভিন্ন সাইটে আপডেট পাওয়া যাবে ম্যাচের। এছাড়া কয়েকটি অ্যাপ্লিকেশনেও ম্যাচটি দেখানো হতে পারে।
প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল :
গোলরক্ষক : অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি) ও ওয়েভারটন (পালমেইরাস)।
ডিফেন্ডার : দানিলো (জুভেন্টাস), ভ্যানডারসন (মোনাকো), অ্যালেক্স টেলেস (সেভিয়া), আইরতন লুকাস (ফ্ল্যামেঙ্গো), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিয়োস (পিএসজি), ইভানেজ (রোমা) ও নিনো (ফ্লুমিনেন্স)।
মিডফিল্ডার : ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), আন্দ্রে (ফ্লুমিনেন্স), জোয়েলিংটন (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড) ও লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হাম)।
ফরোয়ার্ড : ম্যালকম (জেনিত), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রিচার্লিসন (টটেনহাম), রনি (পালমেইরাস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।- সূত্র : ঢাকা পোস্ট
নাসরিন /হককথা