নিউইয়র্ক ০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কাতার বিশ্বকাপে দর্শনার্থীদের ভ্রমণ নির্দেশিকা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ৭৭ বার পঠিত

আর মাত্র চারদিন পর শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মরুভূমির দেশ কাতারের বুকে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। ৩২ দলের এবারের আসরে মোট ৬৪টি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে ভক্ত-সমর্থকরা মরুর দেশটিতে আসতে শুরু করেছে। কাতারে আগত এসব দর্শকদের জন্য এবার ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করেছে আয়োজক কমিটি।

এজন্য দেশটির সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকায় বিশ্বকাপের আট ভেন্যুর সবগুলোতে ভ্রমণের গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে পৌঁছতে দর্শকদের কমপক্ষে ১০-১৫ মিনিট হাঁটতে হবে। আপনি যদি বাস, কার কিংবা মেট্রোরেলেও যাতায়াত করেন তবুও আপনাকে হাঁটতে হবে। এজন্য স্টেডিয়ামমুখী প্রত্যেক দর্শককে নিজেদের সঙ্গে পর্যাপ্ত খাবার পানি রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে যাওয়ার পথে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে আন্তর্জাতিক যাত্রীদের দোহা মেট্রোসহ পাবলিক ট্রান্সপোর্ট ও বাস ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়েছে। স্টেডিয়ামে দ্রুত আসা-যাওয়ার জন্য স্টেডিয়াম এক্সপ্রেস বাস সার্ভিস ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

তবে স্থানীয় বাসিন্দাদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়ার সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করারও আহ্বান জানিয়েছে আয়োজকরা।

আগামী ২০ নভেম্বর দোহার আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার লড়বে ইকুয়েডরের বিপক্ষে। পরদিন থেকে প্রতিদিন গ্রুপ পর্বের চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট পর্ব শেষে আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।ৃ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কাতার বিশ্বকাপে দর্শনার্থীদের ভ্রমণ নির্দেশিকা

প্রকাশের সময় : ০৬:১৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২

আর মাত্র চারদিন পর শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মরুভূমির দেশ কাতারের বুকে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। ৩২ দলের এবারের আসরে মোট ৬৪টি ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা।

ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে ভক্ত-সমর্থকরা মরুর দেশটিতে আসতে শুরু করেছে। কাতারে আগত এসব দর্শকদের জন্য এবার ভ্রমণ নির্দেশিকা প্রকাশ করেছে আয়োজক কমিটি।

এজন্য দেশটির সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসির ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকায় বিশ্বকাপের আট ভেন্যুর সবগুলোতে ভ্রমণের গাইডলাইন প্রকাশ করা হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, বিশ্বকাপের প্রতিটি ভেন্যুতে পৌঁছতে দর্শকদের কমপক্ষে ১০-১৫ মিনিট হাঁটতে হবে। আপনি যদি বাস, কার কিংবা মেট্রোরেলেও যাতায়াত করেন তবুও আপনাকে হাঁটতে হবে। এজন্য স্টেডিয়ামমুখী প্রত্যেক দর্শককে নিজেদের সঙ্গে পর্যাপ্ত খাবার পানি রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে যাওয়ার পথে সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে।

এদিকে আন্তর্জাতিক যাত্রীদের দোহা মেট্রোসহ পাবলিক ট্রান্সপোর্ট ও বাস ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়েছে। স্টেডিয়ামে দ্রুত আসা-যাওয়ার জন্য স্টেডিয়াম এক্সপ্রেস বাস সার্ভিস ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়।

তবে স্থানীয় বাসিন্দাদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়ার সময় ব্যক্তিগত গাড়ি ব্যবহার করারও আহ্বান জানিয়েছে আয়োজকরা।

আগামী ২০ নভেম্বর দোহার আল-বায়াত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতার লড়বে ইকুয়েডরের বিপক্ষে। পরদিন থেকে প্রতিদিন গ্রুপ পর্বের চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট পর্ব শেষে আগামী ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্যদিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।ৃ