নিউইয়র্ক ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
  • / ৫৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বড় ব্যবধানের হার সৌভাগ্য বয়ে এসেছে বাংলাদেশ শিবিরে।
পাঁচ বছর পর র‌্যাংকিংয়ের ছয়ে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে লাল-সবুজ দল ছয়ে উঠেছিল।
দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩। পাকিস্তানের রেটিং পয়েন্টও সমান। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে পড়ায় সাত নম্বরে নেমে গেছে বাবর আজমের দল। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৬ ম্যাচে ৯৩.০৬; আর পাকিস্তানের ৯৩। ফলে এই উত্থান-পতন ক্ষণস্থায়ী।
তবে এখন ছয়ে চলে এলেও পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে চোখ রাখতে হবে টাইগার সমর্থকদের। তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতে গেলেও আবার ষষ্ঠ স্থান দখলে নিয়ে নেবে। আর তারা হোয়াইটওয়াশ হলে ছয় নম্বরেই থাকবে বাংলাদেশ দল।
ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। দুই নম্বরে থাকা ইংল্যান্ড দুই পয়েন্ট পিছিয়ে (১১৯)। ১১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। চার নম্বরে ভারত ১১০ এবং দক্ষিণ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। তারপরই এখন অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের পরে যথাক্রমে পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) আর আফগানিস্তান (৬৮)।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ওয়ানডে র‌্যাংকিংয়ে ৬ নম্বরে বাংলাদেশ

প্রকাশের সময় : ০৬:১৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বড় ব্যবধানের হার সৌভাগ্য বয়ে এসেছে বাংলাদেশ শিবিরে।
পাঁচ বছর পর র‌্যাংকিংয়ের ছয়ে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে লাল-সবুজ দল ছয়ে উঠেছিল।
দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩। পাকিস্তানের রেটিং পয়েন্টও সমান। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে পড়ায় সাত নম্বরে নেমে গেছে বাবর আজমের দল। বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৬ ম্যাচে ৯৩.০৬; আর পাকিস্তানের ৯৩। ফলে এই উত্থান-পতন ক্ষণস্থায়ী।
তবে এখন ছয়ে চলে এলেও পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে চোখ রাখতে হবে টাইগার সমর্থকদের। তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতে গেলেও আবার ষষ্ঠ স্থান দখলে নিয়ে নেবে। আর তারা হোয়াইটওয়াশ হলে ছয় নম্বরেই থাকবে বাংলাদেশ দল।
ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। দুই নম্বরে থাকা ইংল্যান্ড দুই পয়েন্ট পিছিয়ে (১১৯)। ১১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। চার নম্বরে ভারত ১১০ এবং দক্ষিণ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে। তারপরই এখন অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের পরে যথাক্রমে পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) আর আফগানিস্তান (৬৮)।
হককথা/এমউএ