ওজনপার্ক এফসি অপরাজিত চ্যাম্পিয়ন
- প্রকাশের সময় : ১০:৪৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০১৬
- / ১০৭২ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘পরিচয় ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৬’-এর লীগ পর্যায়ে ওজনপার্ক এফসি অপরাজিত চ্যাম্পিয়ণ হয়েছে। লীগের নবম সপ্তাহের খেলায় ৩১ জুলাই রোববার নিউজার্সী ইউনাইটেডের বিরুদ্ধে ওয়ার্কওভার পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করে ওজনপার্ক চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে। আগামী সপ্তাহের খেলার পর লীগের রানার্স আপ দল চুড়ান্ত করা হবে। উল্লেখ্য, লীগের শীর্ষ চার দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।
সিটির এলমহার্সস্থ নিউ টাউন অ্যাথলেটিক মাঠে এদিন লীগের তিনটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। দিনের প্রথম খেলায় ওজনপার্ক এফসি ও নিউজার্সী ইউনাইটেড অংশ নেয়ার কথা থাকলেও নিউজার্সী ইউনাইটেড মাঠে না আসায় ওজনপার্ক এফসি ওয়াকওভার লাভ করে পূর্ণ পয়েন্ট অর্জন করে। ফলে লীগে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে ওজনপার্ক চ্যাম্পিয়ন হয়। দিনের অপর দুটি খেলায় আইসাব ও জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব এবং সোনার বাংলা ও ব্রঙ্কস ওয়ারিয়র একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে।
আগামী সপ্তাহের খেলা: আগামী সপ্তাহে অর্থাৎ ৭ আগষ্ট রোববার একই মাঠে ‘পরিচয় ফুটবল লীগ’-এর আরো তিনটি খেলা অনুষ্ঠিত হবে। বিকেল সোয়া তিনটায় প্রথম খেলায় জ্যাকসন হাইটস বাংলাদেশ ক্লাব ও ব্রঙ্কস ইউনাইটেড, বিকেল সোয়া চারটায় সোনার বাংলা ও নিউজার্সী ইউনাইটেড এবং বিকেল সোয়া পাঁচটায় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স এলায়েন্স একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।