এসেই দুই ফিজিওকে তাড়ালেন জাভি
- প্রকাশের সময় : ১১:৩৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ৮৪ বার পঠিত
হককথা ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন জাভি হার্নাদেজ। দ্বায়িত্ব নেয়ার ২৪ ঘণ্টা না যেতেই দলের ইনজুরি সমস্যা সমাধানে জোরালো পদক্ষেপ নিলেন জাভি। এরই মধ্যে দুই ফিজিও ছাঁটাই করেছেন বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। গত কয়েক মৌসুমে বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে চোট প্রবণতা দেখা দিয়েছে প্রকটভাবে। চলমান এই সমস্যার ফলে খেলোয়াড় এবং স্টাফদের মধ্যে দূরত্ব বাড়ছে। পাশাপাশি লা লিগার সেরা চারে থাকার দৌড়েও ক্রমাগত পিছিয়ে পড়ছে বার্সা।
চোটগ্রস্ত খেলোয়াড়েরা দলের ফিটনেস কোচদের ওপর দায় চাপানো শুরু করেছেন। এএস রিপোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, ফিজিও জুয়ানজো ব্রাউ ও ফিজিকাল ট্রেইনার আলবার্ট রোকা- এই দুজনের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন জাভি। কোমানের সঙ্গে আসা এই দুজনকেও বার্সার দরকার নেই বলে জানিয়েছেন জাভি। তাই এ দুজনকে বরখাস্ত করে দিয়েছেন বার্সার নতুন কোচ। এএসের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, জুমি মুনিল ও রিকার্ড প্রুনাকে খেলোয়াড়দের চোটের সমস্যা সমাধানে আবারও বার্সায় ফেরাতে চান জাভি।