এশিয়া কাপ ক্রিকেট ফাইনাল : প্রবাসীদের ঘরে ঘরে উত্তেজনা ॥ রেষ্টুরেন্টগুলোতে ভীড়
- প্রকাশের সময় : ০৯:৫৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০১৬
- / ৮৮৯ বার পঠিত
নিউইয়র্ক: এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল খেলা ঘিরে প্রবাসী বাংলাদেশীদের স্বপ্ন-স্বাদ আর উত্তেজনা কমতি ছিলো না। এজন্য সিটির জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ব্রুকলীন আর ম্যানহাটানে বাংলাদেশী মালিকানাধীন বিভিন্ন রেষ্টুরেন্টে টিভিতে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ দেখতে ছিলো উপচে পড়া ভীড়। রোববার উইকেন্ডে খেলাটি অনুষ্ঠিত হওয়ায় অনেক প্রবাসীর পক্ষেই বাসায় বসে খেলাটি উপভোগ করার সুযোগ হয়েছে। আবার যাদের পক্ষে সম্ভব হয়েছে তারা কাজ-কর্ম বন্ধ রেখে বা ছুটি নিয়ে খেলাটি টিভিতে দেখেছেন বলে জানা গেছে।
বিশেষ করে জ্যাকসন হাইটস্থ প্রিমিয়ার রেষ্টুরেন্ট, খাবার বাড়ীর পালকি পার্টি সেন্টার ও নান্দুস ব্যাঙ্কুয়েট হল, এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে, ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে টিভিতে এশিয়া কাপ ক্রিকেট খেলা দেখার ব্যবস্থা করা হয়। ফলে এসব রেষ্টুরেন্ট ও মিলনায়তনে ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। কোন কোন রেষ্টুরেন্টে আবার খাবারের ব্যবস্থাও করা হয়।
অধিকাংশ প্রবাসী ঘরে বসেই পরিবার পরিজন নিয়ে খেলাটি উপভোগ করেন। আবার অনেকে বন্ধু-বান্ধব নিয়ে একত্রে বসে খেলাটি দেখার পাশাপাশি আড্ডা জমিয়ে তুলেন। নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা, জ্যাকসন হাইটস, উডসাইড, সানি সাইড, ওজন পার্ক, ব্রুকলীন, ব্রঙ্কস প্রভৃতি এলাকা এমনকি লং আইল্যান্ডে বসবাসকারী প্রবাসীরা ঘরে বসেই আড্ডা জমিয়ে খেলাটি প্রত্যক্ষ করেন। এছাড়া বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরাও ফাইনাল খেলাটি উপভোগ করেন বলে খবর পাওয়া গেছে। খবর ইউএনএ’র।