এল ক্লাসিকোতে অন্যরকম ‘সেঞ্চুরির’ সামনে বার্সা
- প্রকাশের সময় : ০১:২৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ৭৫ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যখন একে অপরের মুখোমুখি হয়, তখন সমগ্র পৃথিবী যেন মুহূর্তের জন্য থেমে যায় এবং তাদের খেলা উপভোগ করে। ইতিহাস, ঐতিহ্য আর মর্যাদা রক্ষার লড়াই এল ক্লাসিকো। স্পেনের জায়ান্ট এই দুই ক্লাবের দ্বৈরথ ইউরোপের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বের ফুটবল ভক্তদের মাতিয়ে রাখে সব সময়।
আরোও পড়ুন । নিউইয়র্ক ফুটবল লীগ’২০১৫ : দর্শক খরা কাটাতে হবে
১৯২৯ সাল থেকে শুরু হয় এল ক্লাসিকোর ইতিহাস। মুখোমুখি লড়াইয়ে বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার মানসিকতা এল ক্লাসিকোকে করে তুলেছে আরও উপভোগ্য। ট্রফি ক্যাবিনেটে রিয়াল মাদ্রিদের মতো প্রাচুর্য হয়তো বার্সেলোনার নেই, তবে মাঠের লড়াইয়ে মোটেও ছেড়ে কথা বলে না কাতালানরা। পরিসংখ্যানেও তার ছাপ স্পষ্ট। ২৫২ ম্যাচে বার্সা জিতেছে ৯৯ ম্যাচ। আর রিয়াল জিতেছে ১০১ ম্যাচ এবং ড্র হয় ৫২ ম্যাচ।
বিগত কয়েক এল ক্লাসিকোর আগের সেই উত্তাপ আর পান না ফুটবলপ্রেমীরা। বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি। আর রিয়াল মাদ্রিদ তো ক্রিস্টিয়ানো রোনালদো ছেড়ে দিয়েছেন অনেক আগেই। জৌলুশ হারালেও বার্সা সমর্থকদের জন্য লা লিগার আজকের এল ক্লাসিকো বিশেষই বটে। ‘শততম’ এল ক্লাসিকো জয়ের দারুণ মাইলফলকের সামনে বার্সেলোনা। মাদ্রিদের বিপক্ষে ১৯২৯ সালের ৯ মে প্রথম জয়ের দেখা পায় কাতালুনিয়ার এই ক্লাব। ভক্তদের প্রায় ৯৩ বছর অজস্র রোমাঞ্চ-উন্মদনার সাক্ষী করে আজ শততম জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এই ক্লাব।
আরোও পড়ুন । ম্যারাডোনা বেঁচে থাকলে ভীষণ খুশি হতেন : মেসি
লা লিগার এই ম্যাচ পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়িয়ে লিগ শিরোপা অর্জনের আরও কাছে সুযোগ বার্সেলোনার জন্য। অন্যদিকে বার্সার মাঠে ১৪ মাস পর খেলতে নামা রিয়াল সর্বশেষ তিনবারই জয় নিয়ে ফিরেছে। যদিও পয়েন্ট তালিকায় রিয়ালের চেয়ে এর মধ্যেই ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনার। সূত্র : আজকের পত্রিকা
সাথী / হককথা