এবারের ফুটবল লীগ ও টুর্নামেন্টের গ্র্যান্ড স্পন্সর এক্সিট কার এন্ড লিমো সার্ভিস : ৯টি দল অংশ নেবে
- প্রকাশের সময় : ০১:০১:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০১৭
- / ৮৪৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত চলতি বছরের ফুটবল লীগ ও টুর্নামেন্ট-২০১৭ এর গ্র্যান্ড স্পন্সর হচ্ছে। এক্সিট কার এন্ড লিমো সার্ভিস। স্পোর্টস কাউন্সিলের এক সভায় গ্র্যান্ড স্পন্সরের নাম ঘোষণা করেন কাউন্সিলের সভাপতি মহিউদ্দিন দেওয়ান।
সিটির জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে গত ১২ মার্চ রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত স্পোর্টস কাউন্সিলের উপদেষ্টা ও কার্যকরী পরিষদ এবং লীগে অংশগ্রহণকারী বিভিন্ন ফুটবল দলের কর্মকর্তাদের যৌথ সভায় আসন্ন লীগ ও টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন দেওয়ান। সভায় কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মনজুর আহমেদ চৌধুরী ও গ্র্যান্ড স্পন্সর ‘এক্সিট কার এন্ড লিমো সার্ভিস’-এর সিইও শমসের আলী সহ অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন দলের ম্যানেজার/প্রতিনিধি বক্তব্য রাখেন। সভায় আসন্ন লীগ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর নাম লটারীর মাধ্যমে লীগের ফিকচার চুড়ান্ত করা হয়। খবর ইউএনএ’র।
এদিকে সভায় কোন কোন দলের ম্যানেজার/প্রতিনিধি স্থানীয় খেলোয়াদের উৎসাহিত করতে বিদেশী খেলোয়ারদের লীগ বা টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ না দেয়ার প্রস্তাব জানানোর পাশাপাশি স্পোর্টস কাউন্সিলের কর্মকর্তারা জানান ইতিপূর্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক আসন্ন লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ গত বছরের নিয়ম মোতাবেক এবারের খেলাগুলো হবে। ফলে সভায় উত্থাপিত নতুন প্রস্তাবটি বাস্তবায়ন সম্ভব নয় এবং এব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে সাধারণ সভার প্রয়োজন।
স্পোর্টস কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এবারের ফুটবল লীগে অংশ ৯টি দলের সমন্বয়ে প্রথমে লীগ এবং লীগের শীর্ষ চারটি দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। লীগের খেলার ৯টি দল একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল থেকে এবারের ফুটবল লীগ ও টুর্নামেন্ট শুরু হবে। সিটির এলমহার্স্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে (কুইন্স মল সংলগ্ন) লীগ ও টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হবে। আরো উল্লেখ্য, ২০১৪ সাল থেকে নিউইয়র্কে লীগের পাশাপাশি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের লীগে ৯টি দল অংশ নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দলগুলো হলো: জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব, নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স।