নিউইয়র্ক ০১:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

এবারের আইপিএলে নেই সাকিব, সবচেয়ে দামি ইশান কিশান

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • / ২৮ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে পরপর দুই দিন উঠেছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। কিন্তু কোনও দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। আইপিএলে এবার দলের সংখ্যা আট থেকে বেড়ে ১০ হয়েছে। তা সত্ত্বেও সাকিব কোনও দল পেলেন না। সাকিবের বেস প্রাইস ছিল দুই কোটি রুপি। ২০১০ সালের পর এই প্রথম সাকিব বিক্রি হলেন না।
আইপিএলে এবার বাংলাদেশ থেকে একমাত্র মোস্তাফিজুর রহমান খেলবেন। তাকে দিল্লি ক্যাপিটালস প্রথম দিনেই দুই কোটি রুপি দিয়ে তুলে নিয়েছে।
সাকিব এখন বিপিএল নিয়ে ব্যস্ত। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন। এই ম্যাচের আগে টানা পাঁচটি ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, বিশ্বরেকর্ড গড়েছেন। কিন্তু এই পারফরম্যান্সের প্রভাব আইপিএলের নিলামে পড়েনি।
গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আটটি ম্যাচ খেলে মোট ৪৭ রান করেছিলেন ও চারটি উইকেট নিয়েছিলেন সাকিব। এই পারফরম্যান্সই তার কাল হলো বলে ধারনা করা হচ্ছে।
সাকিব ছাড়া প্রথমবারের নিলামে বিক্রি হননি ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডন। তবে দ্বিতীয়বারের নিলামে তারা দল পেয়েছেন। ঋদ্ধিমানকে নিয়েছে গুজরাট টাইটান্স। এক কোটি ৯০ লাখ টাকা দিয়ে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে তাকে তুলে নেয় গুজরাট। ম্যাথু ওয়েডকেও নিয়েছে গুজরাট।
পশ্চিমবঙ্গের আরেক ক্রিকেটার ঋত্বিক চট্টোপাধ্যায়কে নিয়েছে পাঞ্জাব কিংস। তাকে বেসপ্রাইস ২০ লাখ টাকা দিয়ে তুলে নেয় পাঞ্জাব।
২০১০ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন তিনি। কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া তার মনযোগে বিঘ্ন ঘটাচ্ছিল। হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে হুমকিও দিতে দেখা যায় তাকে।
কে কোন দলে
প্রথম দিনের নিলামে ১০ কোটি বা তার বেশি টাকা পেয়েছেন ১০ জন ক্রিকেটার। সবচেয়ে বেশি পেয়েছেন ইশান কিশান। তাকে ১৫ কোটি ২৫ লাখে তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ কোটি টাকা দিয়ে দীপক চারাহকে কিনেছে চেন্নাই। ধোনির থেকেও দুই কোটি বেশি দিয়ে। শ্রেয়স আইয়ারকে ১২ কোটি ২৫ লাখ দিয়ে কিনেছে কলকাতা। ১০ কোটি ৭৫ লাখ পেয়েছেন চারজন ক্রিকেটার- হর্শল প্যাটেল, বেঙ্গালুরু; নিকোলাস পুরান, হায়দরাবাদ; হাসরঙ্গ, বেঙ্গালুরু ও শার্দুল ঠাকুর, দিল্লি।
আর ১০ কোটিতে বিক্রি হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, রাজস্থান; লাকি ফার্গুসন, গুজরাট এবং আবেশ খান, লখনউ।
লিয়াম লিভিংস্টোনকে ১১ কোটি ৫০ লাখে নিয়েছে পাঞ্জাব। তারাই ওডিয়ান স্মিথকে ছয় কোটি টাকা দিয়ে নিয়েছে। মার্কো জানসেনকে হায়দরাবাদ নিয়েছে চার কোটি ২০ লাখে। দিল্লি খলিল আহমেদকে নিয়েছে পাঁচ কোটি ২৫ লাখে। জোফ্রা আর্চারকে মুম্বাই নিয়েছে আট কোটি টাকা দিয়ে। রোমারিও শেফার্ডকে হায়দরাবাদ নিয়েছে সাত কোটি ৭৫ লাখ টাকা দিয়ে। টিম ডেভিডকে মুম্বাই তুলে নিয়েছে আট কোটি ২৫ লাখ টাকা দিয়ে।
ডেভিড মিলারকে তিন কোটি দিয়ে গুজরাট কিনেছে। শচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনকে ৩০ লাখ টাকা দিয়ে কিনেছে মুম্বাই। -ডয়চে ভেলে
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

এবারের আইপিএলে নেই সাকিব, সবচেয়ে দামি ইশান কিশান

প্রকাশের সময় : ১২:৫২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে পরপর দুই দিন উঠেছে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। কিন্তু কোনও দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। আইপিএলে এবার দলের সংখ্যা আট থেকে বেড়ে ১০ হয়েছে। তা সত্ত্বেও সাকিব কোনও দল পেলেন না। সাকিবের বেস প্রাইস ছিল দুই কোটি রুপি। ২০১০ সালের পর এই প্রথম সাকিব বিক্রি হলেন না।
আইপিএলে এবার বাংলাদেশ থেকে একমাত্র মোস্তাফিজুর রহমান খেলবেন। তাকে দিল্লি ক্যাপিটালস প্রথম দিনেই দুই কোটি রুপি দিয়ে তুলে নিয়েছে।
সাকিব এখন বিপিএল নিয়ে ব্যস্ত। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) তিনি ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন। এই ম্যাচের আগে টানা পাঁচটি ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন, বিশ্বরেকর্ড গড়েছেন। কিন্তু এই পারফরম্যান্সের প্রভাব আইপিএলের নিলামে পড়েনি।
গত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আটটি ম্যাচ খেলে মোট ৪৭ রান করেছিলেন ও চারটি উইকেট নিয়েছিলেন সাকিব। এই পারফরম্যান্সই তার কাল হলো বলে ধারনা করা হচ্ছে।
সাকিব ছাড়া প্রথমবারের নিলামে বিক্রি হননি ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডন। তবে দ্বিতীয়বারের নিলামে তারা দল পেয়েছেন। ঋদ্ধিমানকে নিয়েছে গুজরাট টাইটান্স। এক কোটি ৯০ লাখ টাকা দিয়ে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে তাকে তুলে নেয় গুজরাট। ম্যাথু ওয়েডকেও নিয়েছে গুজরাট।
পশ্চিমবঙ্গের আরেক ক্রিকেটার ঋত্বিক চট্টোপাধ্যায়কে নিয়েছে পাঞ্জাব কিংস। তাকে বেসপ্রাইস ২০ লাখ টাকা দিয়ে তুলে নেয় পাঞ্জাব।
২০১০ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন তিনি। কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া তার মনযোগে বিঘ্ন ঘটাচ্ছিল। হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে হুমকিও দিতে দেখা যায় তাকে।
কে কোন দলে
প্রথম দিনের নিলামে ১০ কোটি বা তার বেশি টাকা পেয়েছেন ১০ জন ক্রিকেটার। সবচেয়ে বেশি পেয়েছেন ইশান কিশান। তাকে ১৫ কোটি ২৫ লাখে তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ কোটি টাকা দিয়ে দীপক চারাহকে কিনেছে চেন্নাই। ধোনির থেকেও দুই কোটি বেশি দিয়ে। শ্রেয়স আইয়ারকে ১২ কোটি ২৫ লাখ দিয়ে কিনেছে কলকাতা। ১০ কোটি ৭৫ লাখ পেয়েছেন চারজন ক্রিকেটার- হর্শল প্যাটেল, বেঙ্গালুরু; নিকোলাস পুরান, হায়দরাবাদ; হাসরঙ্গ, বেঙ্গালুরু ও শার্দুল ঠাকুর, দিল্লি।
আর ১০ কোটিতে বিক্রি হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, রাজস্থান; লাকি ফার্গুসন, গুজরাট এবং আবেশ খান, লখনউ।
লিয়াম লিভিংস্টোনকে ১১ কোটি ৫০ লাখে নিয়েছে পাঞ্জাব। তারাই ওডিয়ান স্মিথকে ছয় কোটি টাকা দিয়ে নিয়েছে। মার্কো জানসেনকে হায়দরাবাদ নিয়েছে চার কোটি ২০ লাখে। দিল্লি খলিল আহমেদকে নিয়েছে পাঁচ কোটি ২৫ লাখে। জোফ্রা আর্চারকে মুম্বাই নিয়েছে আট কোটি টাকা দিয়ে। রোমারিও শেফার্ডকে হায়দরাবাদ নিয়েছে সাত কোটি ৭৫ লাখ টাকা দিয়ে। টিম ডেভিডকে মুম্বাই তুলে নিয়েছে আট কোটি ২৫ লাখ টাকা দিয়ে।
ডেভিড মিলারকে তিন কোটি দিয়ে গুজরাট কিনেছে। শচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনকে ৩০ লাখ টাকা দিয়ে কিনেছে মুম্বাই। -ডয়চে ভেলে
হককথা/এমউএ