নিউইয়র্ক ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

উত্তেজনার ম্যাচে সিটিকে হারাল টটেনহ্যাম

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
  • / ৩৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে সিটিকে ৩-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম। দেজান কুলুসেভস্কি টটেনহ্যামকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ইলকাই গিনদোয়ান। এরপর হ্যারি কেইনের গোলে আবার এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রিয়াদ মাহরেজ। পরে জয় সুচক গোলটি করেন কেইন।
ম্যাচের শুরুতে ফাঁকা জালে বল পাঠান সুইডিশ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি। শুরুতে পিছিয়ে পরে ২০তম মিনিটে সমতায় ফিরতে পারত সিটি। ৩৩তম মিনিটে ভুল করে বসেন উগো লরিস। স্টার্লিংয়ের ক্রস ধরতে গিয়ে বল তার হাত ফসকে বেরিয়ে যায়। কাছ থেকে ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান।
ম্যাচের ৫৯তম মিনিটে আবারও এগিয়ে যায় টটেনহ্যাম। উৎস সনের ক্রসে অফসাইডের ফাঁদ এড়িয়ে জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড কেইন। এরপর তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে কেইনের সামনে। এবার অসাধারণ প্রচেষ্টা ও দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক এদেরসন।
৭৩তম মিনিটে আবার বল জালে পাঠিয়ে উৎসবে মাতেন কেইন। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। শেষ কয়েক মিনিটে আরও জমে ওঠে লড়াই। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ভিএআরের সাহায্যে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। আর সমতার স্বস্তি ফেরান মাহরেজ। স্বাগতিকদের সেই স্বস্তি টেকেনি বেশিক্ষণ। সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কুলুসেভস্কির ক্রসে হেডে বল জালে পাঠিয়ে টটেনহ্যামকে উৎসবে ভাসান কেইন।
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

উত্তেজনার ম্যাচে সিটিকে হারাল টটেনহ্যাম

প্রকাশের সময় : ০৬:০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে সিটিকে ৩-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম। দেজান কুলুসেভস্কি টটেনহ্যামকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ইলকাই গিনদোয়ান। এরপর হ্যারি কেইনের গোলে আবার এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রিয়াদ মাহরেজ। পরে জয় সুচক গোলটি করেন কেইন।
ম্যাচের শুরুতে ফাঁকা জালে বল পাঠান সুইডিশ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি। শুরুতে পিছিয়ে পরে ২০তম মিনিটে সমতায় ফিরতে পারত সিটি। ৩৩তম মিনিটে ভুল করে বসেন উগো লরিস। স্টার্লিংয়ের ক্রস ধরতে গিয়ে বল তার হাত ফসকে বেরিয়ে যায়। কাছ থেকে ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার গিনদোয়ান।
ম্যাচের ৫৯তম মিনিটে আবারও এগিয়ে যায় টটেনহ্যাম। উৎস সনের ক্রসে অফসাইডের ফাঁদ এড়িয়ে জাল খুঁজে নেন ইংলিশ ফরোয়ার্ড কেইন। এরপর তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে কেইনের সামনে। এবার অসাধারণ প্রচেষ্টা ও দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক এদেরসন।
৭৩তম মিনিটে আবার বল জালে পাঠিয়ে উৎসবে মাতেন কেইন। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। শেষ কয়েক মিনিটে আরও জমে ওঠে লড়াই। নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে ভিএআরের সাহায্যে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। আর সমতার স্বস্তি ফেরান মাহরেজ। স্বাগতিকদের সেই স্বস্তি টেকেনি বেশিক্ষণ। সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কুলুসেভস্কির ক্রসে হেডে বল জালে পাঠিয়ে টটেনহ্যামকে উৎসবে ভাসান কেইন।
হককথা/এমউএ