উইন্ডিজ সফরে যাবে না ভারত
- প্রকাশের সময় : ০৯:০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০১৪
- / ১০৩৯ বার পঠিত
মাঝপথে সিরিজ বাতিল করে ভালোই বিপদে পড়েছে ক্যারিবীয়রা। তাদের দেশে ক্রিকেট খেলতে যাবে না ভারত। ভবিষ্যতের সব সফর আপাতত স্থগিত ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। মঙ্গলবার এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা।
এ মাসের শুরুতে ক্যারিবীয় ক্রিকেট দল ভারত সফরে আসে। সূচিতে পাঁচটি ওয়ানডে, তিনটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিলো তাদের। কিন্তু মাত্র চারটি ওয়ানডে খেলে চলে যায় ক্যারিবীয়রা।
বোর্ডের সাথে বকেয়া টাকা-পয়সা নিয়ে ঝামেলা পাকিয়ে সিরিজ বাতিলের হুমকি আগেই দিয়েছিলেন ক্রিকেটাররা। কিন্তু বোর্ডের আশ্বাসে তারা সিরিজ চালিয়ে যাচ্ছিলেন। তারপরও বোর্ড কথা না রাখায় কঠিন সিদ্ধান্ত নেন ক্রিকেটারর। ফলে বাধ্য হয়েই দল প্রত্যাহার করে ভারতীয় বোর্ডকে মেইল করে ক্যারিবীয় বোর্ড।
এদিকে ক্যারিবীয় দল হঠাৎ সিরিজ বাতিল করায় আর্থিক ক্ষতির মুখে পড়ে ভারত। প্রায় চারশ কোটি রুপির ক্ষতি হয়ে যায় ভারতের। ক্যারিবীয় বোর্ডের কাছ থেকে এই ক্ষতিপূরণ আদায়ের চিন্তাও করছে ভারত।