ইংল্যান্ডের মাটিতে যে কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ
- প্রকাশের সময় : ০১:৩৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ৩৭ বার পঠিত
স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ৯ মে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ খেলবে সাকিব-তামিমরা। ঘরের মাঠে আইরিশরা সহজ প্রতিপক্ষ হলেও ইংলিশদের কন্ডিশনে টাইগারদের জয় পাওয়াটা কঠিন হবে। কেননা ইংল্যান্ডের উইকেটে ভোগাতে পারে সাকিব-তামিমদের, এমনটায় জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ শেষ ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে খেলেছিলো। ফলে চার বছর ধরে না খেলায় এই উইকেটে কঠিন পরীক্ষা দিতে হবে লাল সবুজ প্রতিনিধিদের। তাই এমন পরিস্থিতিতে প্রস্তুতি ম্যাচটা খেলতে পারলে ভালো হতে পারতো বলে মনে করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। তবে সব ছাপিয়ে টাইগার ক্রিকেটাররা ফর্মে থাকায় ভালো কিছুর প্রত্যাশা করছেন তিনি।
এছাড়া সাকিব-তামিমদের আয়ারল্যান্ড সফর নিয়ে; আকরাম খান বলেন, ‘যেহেতু বৃষ্টি হয়েছে তাই আমাদের কিছুই করার নেই। তবে আমরা খেলার মধ্যেই রয়েছি। বিপিএল থেকে ঢাকা প্রিমিয়ার লিগ। সবাই খেলার মধ্যে রয়েছে। সুতরাং তেমন কোনো সমস্যা হবে না। তবে প্রস্তুতি ম্যাচটি খেলতে পারলে আমাদের জন্য সুযোগ বেশি তৈরি হতো।’ অপরদিকে নির্বাচক হাবিবুল বাশারের মতে, আইরিশদের হারাতে হলে নিতে হবে উইকেটের চ্যালেঞ্জও। দায়িত্ব নিতে হবে পেসারদে। তিনি বলেন, ‘কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। যদি জুন-জুলাইয়ে খেলা হতো, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। ওই সময়ে উইকেট শুকনো থাকে। কিন্তু এখন উইকেটের ধরন ভিন্ন। আমাদের জন্য আয়ারল্যান্ডের চেয়েও বড় প্রতিপক্ষ হবে কন্ডিশন।’
আরোও পড়ুন । ব্রাজিলের খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত
আগামী ৯মে চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে শান্ত-সাকিবরা। একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে আগামী ১২ ও ১৪ মে। এদিকে বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই। কেননা এই সিরিজে তামিম ইকবালদের ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়েতে কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে তাদের। সূত্র : ঢাকা মেইল
বেলী / হককথা