নিউইয়র্ক ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে তিন সংস্করণে শীর্ষে ভারত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:১৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৩৯ বার পঠিত

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে ছিল ভারত। এবার ইংল্যান্ডে বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট জিতে দারুণ এক সুখবর পেল রোহিত শর্মার নেতৃত্বাধীন ম্যান ইন ব্লুরা। সদ্য শেষ হওয়া সাদা পোশাকের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছেন ভারত। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে বেন স্টোকসের দলকে ইনিংস এবং ৬৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।

ধর্মশালা টেস্টের পর এই সংস্করণের র‌্যাঙ্কিং হালনাদাগ করেছে আইসিসি। যেখানে অবধারিতভাবেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে এশিয়ান জায়ান্টরা। এর মাধ্যমে বর্তমানে তিন ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে তারা।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা ভারতের রেটিং পয়েন্ট ১২২। রোহিতের দলের উন্নতিতে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। তাসমান পাড়ের দেশটির রেটিং পয়েন্ট ১১৭। তিন নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১১১।

খুব দ্রুতই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে পারে ভারত। চলমান স্ট্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে প্যাট কামিন্সের দল। তাতেই দুইয়ে নেমে যাবে ভারত। সূত্র : ঢাকা মেইল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে তিন সংস্করণে শীর্ষে ভারত

প্রকাশের সময় : ০৬:১৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষে ছিল ভারত। এবার ইংল্যান্ডে বিপক্ষে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট জিতে দারুণ এক সুখবর পেল রোহিত শর্মার নেতৃত্বাধীন ম্যান ইন ব্লুরা। সদ্য শেষ হওয়া সাদা পোশাকের সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে পরাজিত করেছেন ভারত। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচে বেন স্টোকসের দলকে ইনিংস এবং ৬৪ রানে হারিয়েছে স্বাগতিকরা।

ধর্মশালা টেস্টের পর এই সংস্করণের র‌্যাঙ্কিং হালনাদাগ করেছে আইসিসি। যেখানে অবধারিতভাবেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে এশিয়ান জায়ান্টরা। এর মাধ্যমে বর্তমানে তিন ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে তারা।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসা ভারতের রেটিং পয়েন্ট ১২২। রোহিতের দলের উন্নতিতে দুইয়ে নেমে গেছে অস্ট্রেলিয়া। তাসমান পাড়ের দেশটির রেটিং পয়েন্ট ১১৭। তিন নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১১১।

খুব দ্রুতই টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে পারে ভারত। চলমান স্ট্রাইস্টচার্চ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে প্যাট কামিন্সের দল। তাতেই দুইয়ে নেমে যাবে ভারত। সূত্র : ঢাকা মেইল।