আরেকটি আইপিএলে খেলতে চান ধোনি, তবে…
- প্রকাশের সময় : ০২:৪৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ৭২ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ২০১৯ সাল থেকে প্রতিটি আইপি এলকেই মহেন্দ্র সিং ধোনির শেষ বলা হচ্ছিল। তবে এবার জোরেশোরে গুঞ্জন ওঠে। তাকে ঘিরে দর্শকদের উন্মাদনাও ছিল আকাশচুম্বী। প্রতিপক্ষের মাঠে গিয়েও পেয়েছেন ‘বিদায়ী সম্ভাষণ’। চেন্নাই সুপার কিংসের অধিনায়কও তা ভালোভাবে গ্রহণ করেছেন। তাকে বিদায় জানাতে ফাইনালেও ১ লাখের বেশি ধারণক্ষমতা স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেটের শ্বাসরুদ্ধকর জয়ের পর দর্শক থেকে শুরু করে সবাই কৌতূহল হয়ে ছিলেন, বিদায়ের গুঞ্জন নিয়ে তিনি কী বলেন !
পুরস্কার বিতরণী মঞ্চে ধোনি শুরুতেই সেই কৌতূহল মেটালেন, ‘উত্তর খুঁজছেন ? ঘটনাক্রমে, এটাই আমার অবসরের সেরা সময়। কিন্তু পুরোটা সময় সবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, এখানেই বিদায় নেওয়া সহজ বিষয়। কিন্তু কঠিন ব্যাপার হবে আরও ৯ মাস কঠোর পরিশ্রম করা এবং আরেকটি আইপিএল খেলা। শরীরকে ধরে রাখতে হবে। চেন্নাইয়ের ভক্তরা যে ভালোবাসা দিয়েছে, আরেকটি আইপিএল খেলতে পারা তাদের জন্য হবে উপহার।’ মানে ২০২৪ সালেও ফিরতে চান ধোনি, শরীর ফিট থাকলে আবার নেতৃত্ব দেবেন ৪১ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার।
আরোও পড়ুন। শেষ দুই বলে জাদেজার ছয়-চারে চ্যাম্পিয়ন চেন্নাই
গোটা আহমেদাবাদ জুড়ে ধোনি ধোনি চিৎকার, আবেগ ধরে রাখতে পারছিলেন না চেন্নাইয়ের অধিনায়ক, ‘প্রত্যেকে আমার নাম ধরে চিৎকার করছিল। আমার চোখে জল এসে গিয়েছিল। তারা যে ভালোবাসা, আবেগ দেখিয়েছে, তাদের জন্য কিছু করা দরকার। আরেকবার ফিরতে পারলে ভালো লাগবে, যাই খেলি না কেন। আমি যা না, সেভাবে নিজেকে উপস্থাপন করি না। সবসময় সহজ রাখি। প্রতিটি ট্রফিই বিশেষ, কিন্তু আইপিএলে যেটা বিশেষ তা হলো, প্রতি ম্যাচই চ্যালেঞ্জিং।’শেষ দুই বলে ছয়-চার মেরে পাওয়া জয় ধোনিকে উৎসর্গ করেছেন রবীন্দ্র জাদেজা, ‘দল হিসেবে আমরা এই জয় আমাদের দলের অন্যতম বিশেষ সদস্য মহেন্দ্র সিং ধোনিকে উৎসর্গ করতে চাই। ’সূত্র : বাংলা ট্রিবিউন
সুমি/হককথা