আমলার ডাবল সেঞ্চুরি
- প্রকাশের সময় : ০৮:২৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪
- / ৮৭৭ বার পঠিত
টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর হাশিম আমলার ব্যাটে যেন ধার আরও বেড়ে গিয়েছে। একের পর এক সেঞ্চুরিতে কচুকাটা করছেন প্রতিপক্ষ বোলারদের। এবার সেঞ্চুরিতেই থামেলেন না। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিলেন প্রোটিয়া অধিনায়ক।
সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছিলেন আমলা। দ্বিতীয়দিন খুব দ্রুত ডাবল সেঞ্চুরি পূরণ করে ফেলেন তিনি। ৩৫৯ বল খেলে অসাধারণ এই মাইলফকে পৌঁছান তিনি। তিনটি ডাবল সেঞ্চুরির মধ্যে একটি ত্রিপল সেঞ্চুরিও রয়েছে।
২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওভালে ৩১১ রানে অপরাজিত ছিলেন তিনি। এরআগে ভারতের নাগপুরে ২৫৩ রানে অপরাজিত থাকেন আমলা। তবে এবার আর অপরাজিত নয়, আমলা ফিরে গেছেন ৩৭১ বলে ২০৮ রান করে। ২২টি বাউন্ডারিতে সাজানো ছিল আমলার এই ইনিংস।
হাশিম আমলার সঙ্গে সেঞ্চুরি উপহার দেন এবি ডি ভিলিয়ার্স। ১৫২ রান করে আউট হন তিনি। সঙ্গে অভিষিক্ত স্টিয়ান ভ্যান জিলও সেঞ্চুরি উপহার দেন। তার সেঞ্চুরির পরই ইনিংস ঘোষণা করে দেন অধিনায়ক হাশিম আমলা। অথ্যাৎ প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ৫৫২ রানের বিশাল পাহাড়ের নীচে চাপা ড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।