বিজ্ঞাপন :
আবার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:১৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০১৪
- / ৯৪০ বার পঠিত
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে আবারো টেস্ট ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব দেখালেন সাকিব আল হাসান।
ভারতের রবিচন্দন অশ্বিনকে পেছনে ফেলে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কীর্তি দেখালেন দেশসেরা এই ক্রিকেটার। অবশ্য এটা সাকিবের জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়।
এর আগেও বেশ কয়েকবার আইসিসির বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন টাইগার এই ক্রিকেটার। বর্তমানে সাকিবের তার রেটিং ৪১৯, অন্যদিকে অশ্বিনের ৩৫৭।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব ১০টি উইকেটের সাথে সাথে একটি সেঞ্চুরি হাঁকান। তার আগে সফরকারী দলটির বিপক্ষে ঢাকা টেস্টেও অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। যার ফল হাতে-নাতেই পেলেন সাকিব।
এদিকে ওয়ানডে অলরাউন্ডারের তালিকায় সাকিব রয়েছেন তিন নম্বরে। আর টি-টুয়েন্টিতে দুই নম্বরে।
Tag :
সাকিব আল হাসান