নিউইয়র্ক ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আনন্দ সবার, বেদনা শুধুই আমাদের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ৪৭ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: দলও খারাপ করছে আর সেই প্রসঙ্গ তোলা হলে ইদানীং কণ্ঠও ধরে আসছে তাসকিন আহমেদের। ধরে এসেছিল ধর্মশালাতেও, এবার কলকাতায়। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হলেও ধর্মশালার দুই ম্যাচেই পেসাররা ছিলেন বিবর্ণ। ইংল্যান্ড ম্যাচের পর তাঁদের ব্যর্থতার কথা উঠতেই চোখে-মুখে অন্ধকার নেমে এসেছিল তাসকিনের।
ধরে আসা কণ্ঠে বলেছিলেন, ‘দুই ম্যাচ দিয়ে যদি (পেসারদের) দুই বছরের অর্জন এলোমেলো হয়ে গেছে বলে মনে করেন, তাহলে সেটি আমাদের ব্যর্থতাই।’
ধর্মশালায় ইংল্যান্ডের কাছে হারার পর থেকে আর জয়েও ফিরতে পারেনি বাংলাদেশ। টানা চার ম্যাচের হারে তাঁদের নিয়ে সমালোচনার ঝড়ও ক্রমেই বেগবান হচ্ছে। বাইরের সেসব আলোচনা দলের আবহে কোনো প্রভাব ফেলছে কি না, আজকের নেদারল্যান্ডস ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাসকিনের কাছে ছুটে গেল এই জিজ্ঞাসাও।
এর আগ পর্যন্ত বেশ চনমনে ফাস্ট বোলারের অভিব্যক্তিও যেন বদলে গেল সঙ্গে সঙ্গেই। যে জবাব দিলেন, তার সারমর্ম এমনই দাঁড়ায়, ‘আনন্দ সবার, বেদনা শুধুই আমাদের।’
তাসকিনের জবাব শুনে মিলিয়ে নিতে পারেন, ‘আসলে হয় কী, যখন খারাপ হয়, তখন আমাদের এই ১৫ জনেরই সব নিতে হয়। ওটা তো আমরা বরাবরের মতো নিচ্ছিই। সব চাপ নিচ্ছি, কোনো সমস্যা নেই। আবার যখন ভালো হবে, সবাই মিলেই উদযাপন করবো।’ (সূত্র: দৈনিক কালের কন্ঠ)

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আনন্দ সবার, বেদনা শুধুই আমাদের

প্রকাশের সময় : ০১:৫৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক: দলও খারাপ করছে আর সেই প্রসঙ্গ তোলা হলে ইদানীং কণ্ঠও ধরে আসছে তাসকিন আহমেদের। ধরে এসেছিল ধর্মশালাতেও, এবার কলকাতায়। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু হলেও ধর্মশালার দুই ম্যাচেই পেসাররা ছিলেন বিবর্ণ। ইংল্যান্ড ম্যাচের পর তাঁদের ব্যর্থতার কথা উঠতেই চোখে-মুখে অন্ধকার নেমে এসেছিল তাসকিনের।
ধরে আসা কণ্ঠে বলেছিলেন, ‘দুই ম্যাচ দিয়ে যদি (পেসারদের) দুই বছরের অর্জন এলোমেলো হয়ে গেছে বলে মনে করেন, তাহলে সেটি আমাদের ব্যর্থতাই।’
ধর্মশালায় ইংল্যান্ডের কাছে হারার পর থেকে আর জয়েও ফিরতে পারেনি বাংলাদেশ। টানা চার ম্যাচের হারে তাঁদের নিয়ে সমালোচনার ঝড়ও ক্রমেই বেগবান হচ্ছে। বাইরের সেসব আলোচনা দলের আবহে কোনো প্রভাব ফেলছে কি না, আজকের নেদারল্যান্ডস ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তাসকিনের কাছে ছুটে গেল এই জিজ্ঞাসাও।
এর আগ পর্যন্ত বেশ চনমনে ফাস্ট বোলারের অভিব্যক্তিও যেন বদলে গেল সঙ্গে সঙ্গেই। যে জবাব দিলেন, তার সারমর্ম এমনই দাঁড়ায়, ‘আনন্দ সবার, বেদনা শুধুই আমাদের।’
তাসকিনের জবাব শুনে মিলিয়ে নিতে পারেন, ‘আসলে হয় কী, যখন খারাপ হয়, তখন আমাদের এই ১৫ জনেরই সব নিতে হয়। ওটা তো আমরা বরাবরের মতো নিচ্ছিই। সব চাপ নিচ্ছি, কোনো সমস্যা নেই। আবার যখন ভালো হবে, সবাই মিলেই উদযাপন করবো।’ (সূত্র: দৈনিক কালের কন্ঠ)