নিউইয়র্ক ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আইসিসির ভুলে লিটন হলেন শ্রীলঙ্কান, মিরাজ আফগান!

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • / ৬২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ভুল করা মানুষেরই স্বভাব। বিশ্বের বড় বড় সব সংবাদ মাধ্যমে ভুল হরহামেশাই হয়। তবে আইসিসি বলেই ভুলটা আলোচনায় এসেছে বেশি। আইসিসি লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের জাতীয়তাই যে বদলে দিয়েছে রীতিমতো! সিরিজে দারুণ পারফর্ম করা লিটনকে বানিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কান, আর মিরাজকে পরিচয় করিয়ে দেওয়া হলো ‘রশিদ খানের সতীর্থ’ হিসেবে!
বুধবার (২ মার্চ) দুপুরে এক বিবৃতিতে চোখে পড়ে এই ভুল। শুরুর দিকে অবশ্য ঠিকঠাকই ছিল তাদের বিবৃতি। আইসিসি ভজকট পাকিয়েছে শেষে এসে। মিরাজকে পাঠিয়ে দিয়েছে রশিদ খানের দলে।
সেই বিবৃতিতে বলা হয়, ‘ছয় ধাপ এগিয়ে এসে রশিদ খান ৯ নম্বর অবস্থানে উঠে এসেছেন। সিরিজ শেষ করে সতীর্থ মেহেদি হাসান মিরাজ নেমে গেছেন দুই ধাপ, আছেন ৭ম অবস্থানে।’ সেটা নাহয় ‘খেয়ালের ভুলে’ হয়ে গেছে। ‘সতীর্থ’ একটা শব্দই তো মাত্র!
পরের ভুলটা হলো আরও হাস্যকর। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের শীর্ষ রান সংগ্রাহককেই যে বানিয়ে দেওয়া হয়েছে ‘শ্রীলঙ্কান’! বলা হলো, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন শ্রীলঙ্কার লিটন দাস। তাতে তিনি উঠে এসেছেন ব্যাট হাতে ক্যারিয়ার সেরা অবস্থান ৩২-এ।’
তবে এর কিছু পরেই ভুল ধরতে পেরেছে আইসিসি, সেই বাক্যটা পুরোপুরি মুছেই দেওয়া হয়েছে। শেষ ভুলটা, অর্থাৎ লিটনকে শ্রীলঙ্কান বলাটাকে শুধরে নিয়েছে আইসিসি। তবে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত মিরাজ রয়ে গেছেন ‘রশিদ খানের দলেই’!
হককথা/এমউএ

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আইসিসির ভুলে লিটন হলেন শ্রীলঙ্কান, মিরাজ আফগান!

প্রকাশের সময় : ০৯:৪১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

ক্রীড়া ডেস্ক : ভুল করা মানুষেরই স্বভাব। বিশ্বের বড় বড় সব সংবাদ মাধ্যমে ভুল হরহামেশাই হয়। তবে আইসিসি বলেই ভুলটা আলোচনায় এসেছে বেশি। আইসিসি লিটন দাস আর মেহেদি হাসান মিরাজের জাতীয়তাই যে বদলে দিয়েছে রীতিমতো! সিরিজে দারুণ পারফর্ম করা লিটনকে বানিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কান, আর মিরাজকে পরিচয় করিয়ে দেওয়া হলো ‘রশিদ খানের সতীর্থ’ হিসেবে!
বুধবার (২ মার্চ) দুপুরে এক বিবৃতিতে চোখে পড়ে এই ভুল। শুরুর দিকে অবশ্য ঠিকঠাকই ছিল তাদের বিবৃতি। আইসিসি ভজকট পাকিয়েছে শেষে এসে। মিরাজকে পাঠিয়ে দিয়েছে রশিদ খানের দলে।
সেই বিবৃতিতে বলা হয়, ‘ছয় ধাপ এগিয়ে এসে রশিদ খান ৯ নম্বর অবস্থানে উঠে এসেছেন। সিরিজ শেষ করে সতীর্থ মেহেদি হাসান মিরাজ নেমে গেছেন দুই ধাপ, আছেন ৭ম অবস্থানে।’ সেটা নাহয় ‘খেয়ালের ভুলে’ হয়ে গেছে। ‘সতীর্থ’ একটা শব্দই তো মাত্র!
পরের ভুলটা হলো আরও হাস্যকর। বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের শীর্ষ রান সংগ্রাহককেই যে বানিয়ে দেওয়া হয়েছে ‘শ্রীলঙ্কান’! বলা হলো, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন শ্রীলঙ্কার লিটন দাস। তাতে তিনি উঠে এসেছেন ব্যাট হাতে ক্যারিয়ার সেরা অবস্থান ৩২-এ।’
তবে এর কিছু পরেই ভুল ধরতে পেরেছে আইসিসি, সেই বাক্যটা পুরোপুরি মুছেই দেওয়া হয়েছে। শেষ ভুলটা, অর্থাৎ লিটনকে শ্রীলঙ্কান বলাটাকে শুধরে নিয়েছে আইসিসি। তবে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত মিরাজ রয়ে গেছেন ‘রশিদ খানের দলেই’!
হককথা/এমউএ