অনুশীলনে জলপাই গাছ ও কুকুর কেন আনতেন আর্সেনাল কোচ?

- প্রকাশের সময় : ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৮৪ বার পঠিত
ক্রীড়া ডেস্ক : ‘জিতিজিতি’ করেও শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা অধরাই থেকে যাচ্ছে আর্সেনালের। লীগের বেশির ভাগ সময় পয়েন্ট টেবিলে দাপট দেখিয়েও দ্বিতীয় হয়েই সন্তষ্ট থাকতে হলো গানারদের। তবে যে দল গত মৌসুমে শীর্ষ চারেও থাকতে পারেনি তারা কিভাবে এবার শিরোপার ফাইট দিলো! এই রহস্য না হয় পরে উদ্ঘাটন করা যাবে। কিন্তু আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জলপাই গাছের বনসাই ও উইন নামের একটি কুকুর নিয়ে অনুশীলনে আসতেন? এই প্রশ্নের ব্যাখা নিজেই দিয়েছেন গানারদের বস।
মূলত খেলোয়াড়দের আর্সেনালের ঐতিহ্য বোঝাতে আর অনুপ্রাণিত করতেই এমনটা করেন আর্তেতা। তিনি বলেন, ‘ক্লাবের অনেক প্রতীকের একটি হচ্ছে আমাদের এই গাছ। গাছটির নিশ্চয়ই অনেক যত্ন প্রয়োজন। এটার বয়স ১৫০ এর বেশি, ক্লাবের মতোই। এ গাছের প্রতিটি শিকড়ের দেখ ভাল করতে হয়েছে আমাদের। নিশ্চিত করতে হয়েছে, এটাকে যেন পোকায় না ধরে, যেন ক্ষতি না হয়। আর দেখতে হয়েছে, এটা যেন ঠিক অবস্থায় থাকে।’ আর্তেতা বলেন, ‘আমি নিজেদের একটি পরিবার হিসেবে দেখি। আর এই পরিবারকে উপস্থাপন করার জন্য একটি কুকুর প্রয়োজন আমাদের।
আরোও পড়ুন। স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু
আমি খুব সতর্কতার সঙ্গে কুকুরটি বাছাই করেছি। আমি মনে করি, আমাদের যে কুকুরটি আছে, সেটা একদম ঠিক প্রতিনিধি। তার নাম উইন। আমরা জিততে ভালোবাসি এবং জিততে হলে দরকার ভালোবাসা। উইনেরও ভালোবাসা প্রয়োজন। মূলত এটাই ছিল ভাবনা।’ এ দুটি উদ্যোগ খুব কাজে লেগেছে বলে মনে করেন আর্তেতা। তিনি বলেন, ‘খেলোয়াড় আর স্টাফদের দিক থেকে প্রতিক্রিয়াটা দারুণ ছিল। সে (কুকুরটি) আমাদেরই একজন। আমাদের সঙ্গে এই যাত্রায় সেও আছে। তাকে দেখাশোনা করতে হবে আমাদের। তার আবেগকে মূল্য দিতে হবে।’ সুত্র : মানবজমিন
সুমি/হককথা