এক স্লিপ
- প্রকাশের সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪
- / ৭৬ বার পঠিত
সালাহউদ্দিন আহমেদ: নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার খবরাখবরে কমিউনিটির ‘বিশিষ্ট’ ব্যাক্তিদের নাম খো যায়। খবরে বলা হয়, ‘অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে………উপস্থিত ছিলেন’। কিন্তু প্রকৃত পক্ষে যাদের নাম ছাপা হয় তারা কি সত্যিকারার্থেই কমিউনিটির ‘বিশিষ্ট ব্যক্তিবর্গ’? বিষয়টি নিয়ে গেলো রোববার কমিউনিটির একজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা প্রসঙ্গে তিনি কৌশলে বিষয়টি তুলে ধরলেন। জানতে চাইলেন- আচ্ছা, খবরে যাদের বিশিষ্ট ব্যক্তি হিসেবে হিসেবে বলা হয়। তারা কি আসলেই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি। অথচ ঐ সব অনুষ্ঠানে অনেক মিডিয়ার সম্পাদক উপস্থিত থাকলেও তারা ‘বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পড়েন কিনা’ জানতে চাইলেন? একজন সংবাদ কর্মী হিসেবে বিষযটি সাথে দ্বিমত করতে পারলাম না। আমরা যারা সংবাদ কর্মী সংবাদ পরিবেশে আমাদেরকে অবশ্যই আরো সতর্ক হওয়া উচিৎ বলেই আমি মনে করি। আমার সহকর্মীরা কি মনে করেন?
১৪ জুন ২০২৪