এক স্লিপ
- প্রকাশের সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬
- / ১৩৭২ বার পঠিত
নিউইয়র্ক: বিশ্ব জগতে এখন নাকি আধুনিক যুগ চলছে। মানুষ অপেক্ষায় আছে সর্বাধুনিক যুগের। আরো উৎসাহিতরা অপেক্ষায় আছেন সুপার যুগের! এরই মধ্যে বিজ্ঞানের অগ্রযাত্রার সুবাধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বিপ্লব ঘটিয়েছে। ফেসবুক আর সেলফির যুগ এখন। সব কিছুরই যেমন ভালো-মন্দ আছে, তেমনি অসুবিধাও আছে। সেলফির এই যুগে বড় অসুবিধা হচ্ছে মিডিয়া কর্মীদের। কোন অনুষ্ঠান কভার করতে গেলে নানা সমস্যার সম্মুখীন আর বিব্রত হতে হয় সাংবাদিকদের বিশেষ করে ফটো সাংবাদিকদের। কমিউনিটির অধিকাংশ অনুষ্ঠানেই দেখা যায় দর্শক-শ্রোতাগণ তো আছেনই, মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিগণও অনুষ্ঠান চলাকালে সেলফি তুলছেন আর তা ফেসবুকে আপলোড করছেন। ফলে মিডিয়ায় প্রচারের জন্য অনুষ্ঠানগুলোর ভালো ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের বিব্রত হতে হয়। কেননা, কোন বক্তার ছবি তোলার সময় দেখা যায় একজন তো এদিকে চেয়ে আছেন, আরেকজন তো আরেকদিকে। আর আরেক জন সেলফি তোলায় ব্যস্ত। বিষয়টি সংশ্লিষ্টরা ভেবে দেখবেন কি? ২০ নভেম্বর’২০১৬ (সাপ্তাহিক বাংলা পত্রিকা)