এক স্লিপ

- প্রকাশের সময় : ০৯:৩১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০১৬
- / ১৩৫৪ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্কের বাংলা সাংবাদিকতা নিয়ে নানা মুখে নানা কথার পাশাপাশি দিনে দিনে খুবই স্পর্শকাতর হয়ে উঠছে। পাশাপাশি ফ্রি পত্রিকার খবরদারীতে হারিয়ে যাচ্ছে সাংবাদিকতা পেশার পেশাদারিত্ব। এদিকে খবরাখবর পরিবেশনে ‘পান থেকে চুন’ খসে পড়লেই নানা প্রশ্নবানে জর্জিত হতে হচ্ছে সংশ্লিষ্ট মিডিয়া আর ঐ খবর পরিবেশনকারী সাংবাদিককে। গত সপ্তাহে¦ বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) পরিবেশিত একটি খবরে কমিউনিটির একজন বিশিষ্ট ব্যক্তির নাম আরেকজনের পরে প্রকাশ করায় ঐ ‘বিশিষ্ট ব্যক্তি’ ফোন করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, আমার নাম কি করে ওনার পিছনে আসলো, আমিতো তার চেয়ে সিনিয়র, ইত্যাদি, ইত্যাদি। কেন, কি কারণে, কার নাম কোথায় লেখা হয়েছে তার ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলাম। তাতে তিনি সন্তুষ্ট হয়েছেন বলে মনে হয়নি। অগত্যা জানালাম একটি মিডিয়ার সম্পাদকের অধিকার রয়েছে সম্পাদনার। শুধু বার্তা সংস্থা নয়, যেকোন খবর সম্পাদনা করার অধিকার তার রয়েছে। তাই দেখা যায়, একই খবর একেক মিডিয়ায় একেকভাবে আসে। অবশেষে বিশিষ্ট ব্যক্তিটি ফোন রাখলেন, আমিও হাফ ছেড়ে বাঁচলাম। ১৩ নভেম্বর’২০১৬