এক স্লিপ

- প্রকাশের সময় : ০৯:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০১৫
- / ১০১৭ বার পঠিত
নিউইয়র্ক: গেলো সপ্তাহে জ্যাকসন হাইটসে একটি অনুষ্ঠান কভার করে ফিরছি। পথে একটি সাপ্তাহিক পত্রিকা’র সম্পাদকের সাথে দেখা, কথা, আলাপচারিতা। এরই মধ্যে সম্পাদক মহোদয় জানতে চাইলেন কেমন চলছে পত্রিকা। বললাম ভালই তো। এরপর তিনি কথা প্রসঙ্গে জানালেন, সম্প্রতি একটি ব্যবসা প্রতিষ্ঠানের উপর নিউজ করার পর কোন কোন মিডিয়ার পক্ষ থেকে ঐ প্রতিষ্ঠানে গিয়ে বিজ্ঞাপন দাবী করায় ব্যবসায়ী ব্যক্তি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন- ‘আপনি নিউজ করলেন আর অন্যেরা নিউজ না করেই বিজ্ঞাপন চেয়ে বসলেন’। এভাবে মিডিয়া চালানো যায়! আমি সম্পাদক মহোদয়ের সাথে দ্বি-মত প্রকাশ না করে অন্য সুরে বললাম, আমরা যারা মিডিয়ার সাথে জড়িত তাদেরকে কমিউনিটির বিজ্ঞাপনের বাজার বিবেচনা করেই মিডিয়ার ব্যবসায় আসা উচিৎ। এক বিজ্ঞাপন নিয়ে সবাই টানাটানি করলে বিজ্ঞাপনদাতাও যেমন বিরক্ত হবেন, তেমনী মিডিয়াগুলোর জন্যও তা সমস্যার সৃষ্টি করবে। আমার সাথে আরেক সাংবাদিক বন্ধু যোগ করে বললেন, নিউইয়র্কে সপ্তাহের সাতদিন সাতটি পত্রিকা প্রকাশিত হলে ভালো হতো। এতে বিজ্ঞাপন সংক্রান্ত সমস্যারও সমাধান হতো। বিষয়গুলো অবশ্যই সংশ্লিষ্টদের ভেবে দেখা উচিৎ। ০৬ ডিসেম্বর’২০১৫।