এক স্লিপ
- প্রকাশের সময় : ০৮:৫৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০১৫
- / ৬২৮ বার পঠিত
নিউইয়র্ক: বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এসএটিভি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে গত ১৯ জানুয়ারী সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য আর সাজানো-গুছানো আয়োজন। একে একে আসছেন অতিথি। দলমতের উর্ধ্বে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ-বিএনপির নেতৃবৃন্দ সহ মিডিয়া ব্যক্তিবর্গ কেউ বাদ নন। কারো হাতে ফুলের তোড়া, কারো মুখে হাসি। শুরু হলো অনুষ্ঠান। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে কেক কেটে এসএটিভি’র জন্মদিনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসান। কেক কাটার পর হরেক রকমের ফলমূল, সিঙ্গারা, আর কফি পানের পাশাপাশি চলতে থাকে শুভেচ্ছা জ্ঞাপন। কেউবা এসএ টিভি’র যুক্তরাষ্ট্রস্থ বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন আবার কেউবা মাইক্রোফোনে শুভেচ্ছা জানাচ্ছেন। কিন্তু সুন্দর অনুষ্ঠানে অসুন্দর লাগলো তখনি, যখন দেখা গেলো একজনের ফুলের তোড়া আরেকজন হাতে নিয়ে নিজের নামে শুভেচ্ছা জানালেন। এনিয়ে অনেককেই বিব্রত হতে দেখা গেলেও সঙ্গত আর ভদ্রতার কারণেই কেউ কিছু বললেন না। বিষয়টি আমারও ভালো লাগলো। সেই সাথে লজ্জাও পেলাম। মনে মনে নিজেকে প্রশ্ন করলাম ‘এমন শুভেচ্ছা জানানোর কি কোন দরকার ছিলো’!
প্রসঙ্গত: শুধু এসএ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে নয়, কমিউনিটির অনেক অনুষ্ঠানেই এমনটি দেখা যায়। এই সংস্কৃতির অবসান দরকার, প্রয়োজন সচেতনতা। এতে সত্যিকারার্থে কমিউনিটিই উপকৃত হবে বলেই আমার বিশ্বাস। ২৫ জানুয়ারী’২০১৫ (সাপ্তাহিক বাংলা পত্রিকা)