জালুঝনি বরখাস্ত, ইউক্রেনের নতুন সেনাপ্রধান সিরস্কি

- প্রকাশের সময় : ১১:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৯ বার পঠিত
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের সেনাপ্রধান (কমান্ডার-ইন-চিফ) ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেছেন। তার জায়গায় নতুন নিয়োগ দেয়া হয়েছে স্থলবাহিনীর কমান্ডার সিরস্কিকে।ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের প্রায় দুইবছরের মাথায় সামরিক বাহিনীতে এতো বড় নাটকীয় পরিবর্তন আনলেন জেলেনস্কি। জেনারেল জালুঝনি এবং প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে বিরোধ চলা নিয়ে গুঞ্জনের পর এ বরখাস্তের ঘটনা ঘটল। জালুঝনি রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই ইউক্রেইনের যুদ্ধে নেতৃত্ব দিয়ে এসেছেন।
এপি জানায়, তাকে বরখাস্তের বিষয়টি সরকারিভাবে জানানো হবে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রিতে। প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ‘হাই কমান্ড ‘নবায়ন’ করা দরকার। জেনারেল জালুঝনি টীমে থাকতে পারেন। আজ থেকে নতুন একটি ব্যবস্থাপনা টীম ইউক্রেইনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেয়ার দায়িত্ব নেবে।’
জেলেনস্কি আরও জানান, সেনাবাহিনীতে পরিবর্তন নিয়ে আসার ব্যাপারে তিনি এবং জালুঝনি খোলামেলা কথাবার্তা বলেছেন। সেইসঙ্গে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেইনকে রক্ষা করার জন্য তিনি জেনারেলকে ধন্যবাদও দিয়েছেন।
একথার পরই জেলেনস্কি নতুন সেনাপ্রধান কর্নেল-জেনারেল সিরস্কির নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘এই নতুন জেনারেলের রাজধানী কিইভে প্রতিরক্ষায় সফলতার অভিজ্ঞতা আছে এবং খারকিভে আক্রমণ শানানোর সফল অভিজ্ঞতাও আছে।’
উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের শুরুতে সিরস্কি রাজধানী কিইভকে সুরক্ষিত রাখতে নেতৃত্ব দিয়েছিলেন। আবার খারকিভে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে সফল পাল্টা হামলা চালানোর হোতাও ছিলেন তিনিই।
সিরস্কি, যিনি ইউক্রেনের স্থল বাহিনীর কমান্ডার ছিলেন, তিনি একটি চ্যালেঞ্জিং সময়ে প্রধানের দায়িত্ব গ্রহণ করেছেন। যুদ্ধ তৃতীয় বছরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে, মনোবল নিম্নগামী, সামরিক বাহিনী গোলাবারুদ এবং লোকবলের ঘাটতির সম্মুখীন হচ্ছে এবং কিয়েভ পশ্চিমের সমর্থন বজায় রাখতে লড়াই করছে।
৫৮ বছর বয়সী সিরস্কি, ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে কিয়েভের প্রতিরক্ষা সংগঠিত করার জন্য কৃতিত্বের সঙ্গে কাজ করেন। পরে তাকে রাজধানীতে মস্কোর অগ্রযাত্রা প্রতিহত করার জন্য তার ভূমিকার জন্য দেশের সর্বোচ্চ সম্মান হিরো অফ ইউক্রেন পুরস্কারে ভূষিত করা হয়। সূত্র : আমাদের সময়।