নিউইয়র্ক ১১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দুবাইতে বিশ্বের প্রথম জেট স্যুট রেস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
  • / ১৬৪ বার পঠিত

আগামীর স্থাপত্য থেকে শুরু করে পথপ্রদর্শক অবকাঠামোর যাত্রা শুরুর ক্ষেত্রে দুবাইয়ের পরিচিতি বিশ্বজোড়া। বুধবার এই শহরে আয়োজিত হয়েছিল বিশ্বের প্রথম জেট স্যুট রেস। বৈজ্ঞানিক কল্পকাহিনির মতোই আটজন প্রতিযোগীকে উড়তে দেখা গেছে এতে।

এই প্রতিযোগীদের দেখে মার্ভেলের আয়রনম্যানের কথা মনে পড়লেও দোষের কিছু নেই। তাঁরাও তো সুপারহিরো বটেই! তবে পার্থক্য শুধু এটাই, সুপার ভিলেন বা এলিয়েন যুদ্ধবাজদের সঙ্গে লড়তে হয়নি এসব প্রতিযোগীকে।

সিএনএন জানায়, জেট স্যুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ’ ও ‘দুবাই স্পোর্টস কাউন্সিল’ যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে। গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রধান টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং বলেন, ‘আপনি যেদিকে তাকাবেন, ওপরে-নিচে কিংবা আশপাশে সব জায়গায় প্রতিযোগী পাইলট দেখতে পাবেন। সত্যিই এটি একটি চমৎকার অভিজ্ঞতা!’

পানির ওপর প্রায় এক কিলোমিটার এলাকায় স্থাপিত ১২টি বাধা উড়ে উড়ে অতিক্রম করেন আট পাইলট। এর জন্য তাঁরা সময় পান মাত্র ৯০ সেকেন্ড। তাঁদের শরীরজুড়ে স্থাপন করা হয় পাঁচটি জেট ইঞ্জিন, যা তাঁদের উড়তে সাহায্য করে। সূত্র : আজকের পত্রিকা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দুবাইতে বিশ্বের প্রথম জেট স্যুট রেস

প্রকাশের সময় : ০৩:০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪

আগামীর স্থাপত্য থেকে শুরু করে পথপ্রদর্শক অবকাঠামোর যাত্রা শুরুর ক্ষেত্রে দুবাইয়ের পরিচিতি বিশ্বজোড়া। বুধবার এই শহরে আয়োজিত হয়েছিল বিশ্বের প্রথম জেট স্যুট রেস। বৈজ্ঞানিক কল্পকাহিনির মতোই আটজন প্রতিযোগীকে উড়তে দেখা গেছে এতে।

এই প্রতিযোগীদের দেখে মার্ভেলের আয়রনম্যানের কথা মনে পড়লেও দোষের কিছু নেই। তাঁরাও তো সুপারহিরো বটেই! তবে পার্থক্য শুধু এটাই, সুপার ভিলেন বা এলিয়েন যুদ্ধবাজদের সঙ্গে লড়তে হয়নি এসব প্রতিযোগীকে।

সিএনএন জানায়, জেট স্যুট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজ’ ও ‘দুবাই স্পোর্টস কাউন্সিল’ যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করে। গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজের প্রধান টেস্ট পাইলট রিচার্ড ব্রাউনিং বলেন, ‘আপনি যেদিকে তাকাবেন, ওপরে-নিচে কিংবা আশপাশে সব জায়গায় প্রতিযোগী পাইলট দেখতে পাবেন। সত্যিই এটি একটি চমৎকার অভিজ্ঞতা!’

পানির ওপর প্রায় এক কিলোমিটার এলাকায় স্থাপিত ১২টি বাধা উড়ে উড়ে অতিক্রম করেন আট পাইলট। এর জন্য তাঁরা সময় পান মাত্র ৯০ সেকেন্ড। তাঁদের শরীরজুড়ে স্থাপন করা হয় পাঁচটি জেট ইঞ্জিন, যা তাঁদের উড়তে সাহায্য করে। সূত্র : আজকের পত্রিকা।