নিউইয়র্ক ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বললেন মোদি

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
  • / ৪৯ বার পঠিত

বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এ কথা বলেন মোদি।

তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

মোদি আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার টানা ১৫ বছরের শাসনের ‘নাটকীয়’ পতন ঘটে। তার ক্ষমতাচ্যুতির পর পুরো দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছে ভারত। গত সোমবারও (১২ আগস্ট) বাংলাদেশের চলমান পরিস্থিতি ও উত্তর পূর্ব ভারতের ওপর এর প্রভাব নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কানরাডের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। রাত সোয়া ৯টার দিকে ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাকে অভিনন্দন জানান। সূত্র: সময় টিভি।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যা বললেন মোদি

প্রকাশের সময় : ০১:৫৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

বাংলাদেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী দিল্লির রেড ফোর্টে দেয়া বক্তৃতায় এ কথা বলেন মোদি।

তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।

মোদি আরও বলেন, ভারতীয়রা বাংলাদেশে বসবাসকারী হিন্দুসহ সংখ্যালঘুদের নিরাপত্তা চায়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার টানা ১৫ বছরের শাসনের ‘নাটকীয়’ পতন ঘটে। তার ক্ষমতাচ্যুতির পর পুরো দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছে ভারত। গত সোমবারও (১২ আগস্ট) বাংলাদেশের চলমান পরিস্থিতি ও উত্তর পূর্ব ভারতের ওপর এর প্রভাব নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা কানরাডের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাদের প্রস্তাবে সাড়া দিয়ে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফ্রান্স থেকে দেশে ফেরেন তিনি। রাত সোয়া ৯টার দিকে ড. ইউনূসকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সর্বপ্রথম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই তাকে অভিনন্দন জানান। সূত্র: সময় টিভি।