কী আছে শিশু হিন্দের ভাগ্যে?
- প্রকাশের সময় : ০৩:২৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
- / ৪৭ বার পঠিত
গাড়ির ভেতরেই গুলি করে মারা হয়েছে পরিবারের সবাইকে। ১৫ বছর বয়সী বোন লায়ান হামাদাহ্ও বাঁচার জন্য সাহায্যের আকুতি করতে করতে মারা গেছে। পরিবারের মৃত সদস্যদের স্তুপের মধ্যে বেঁচে আছে শুধু ছয় বছরের শিশু হিন্দ। আল জাজিরা লাইভ প্রতিবেদনের খবর।
১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরী লায়ান হামাদাহ্র একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। গাজা শহরে ইসরায়েলি বাহিনীর হামলার শিকার একটি গাড়িতে আটকা পড়ে হামাদাহ্র পরিবার। অতর্কিত ওই হামলায় পরিবারের সবাই মারা যায় হামাদাহ্র। পিআরসিএসে কল করে সাহায্যের আবেদন করার সময়ই কল চলাকালেই গুলি করে হত্যা করা হয় হামাদাহ্কে। পরিবারের মৃত সদস্যদের সাথে ছোট বোন হিন্দসহ গাড়িতে আটকা পড়েছিল সে।
হামাদাহ্র ৬ বছর বয়সী বোন হিন্দ বেঁচে আছে বলে ধারণা করা হচ্ছে। হিন্দ কয়েক ঘন্টা ধরে গাড়িতে আটকে আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, পিআরসিএস দল তাকে উদ্ধারের চেষ্টা করছে। পিআরসিএস উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ হারিয়েছে। হিন্দের বর্তমান অবস্থা এখনো জানা যায়নি। সূত্র : দৈনিক ইত্তেফাক।